সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম সপ্তাহেই মূলধন কমল ৩৩ হাজার কোটি টাকা : হতাশ বিনিয়োগকারী

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
82 ভিউ
ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম সপ্তাহেই মূলধন কমল ৩৩ হাজার কোটি টাকা : হতাশ বিনিয়োগকারী

কক্সবংলা ডটকম(২৮ জানুয়ারি) ::ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস) সূচক কমেছে ৯৬ পয়েন্টের বেশি।তার পরের দুই কর্মদিবস সোমবার ও মঙ্গলবার সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। সর্বশেষ দুই কর্মদিবস বুধবার ও বৃহস্পতিবার সূচক কমেছে ১২০ পয়েন্ট।

এতে দেখা যায়, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। তিন কর্মদিবসে সূচক কমেছে ২১৬ পয়েন্ট। যার ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের কারণে ডিএসইর সূচক হারিয়েছে ২১৬ পয়েন্ট।

আর ফ্লোর প্রাইস (দাম কমার নিম্নসীমা) প্রত্যাহারের পর শেয়ারবাজারে টানা পতন চলছেই। গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩৩ হাজার কোটি টাকা।

এ সময়ে মূল্যসূচক কমেছে ১৮০ পয়েন্ট। আলোচ্য সময়ে কোনো কোনো কোম্পানির শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি কমেছে। তবে সামগ্রিকভাবে বাজারের মোট লেনদেন ৩৩ শতাংশ বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই বিনিয়োগকারীদের দিক থেকে শেয়ার বিক্রির চাপ রয়েছে। এরপর ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে মার্জিন ঋণের বিপরীতে ফোর্সড সেল (বাধ্যতামূলক শেয়ার বিক্রি) শুরু করলে বাজার অস্বাভাবিক হয়ে উঠবে।

আর এ ধরনের পরিস্থিতি সরকার ও নিয়ন্ত্রক সংস্থার জন্য বিব্রতকর হবে। ফলে নিয়ন্ত্রক সংস্থার একটি সূত্র মনে করছে, পরিস্থিতি মোকাবিলায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

প্রসঙ্গত ফ্লোর প্রাইস হলো শেয়ার দাম কমার নিম্নসীমা। করোনার সময় অস্থিরতা ঠেকাতে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এক্ষেত্রে কোনো কোম্পানির শেয়ারের দামের ভিত্তি হবে ‘আগের ৫ দিনের সর্বশেষ লেনদেনের (ক্লোজিং প্রাইস) গড় দর।’ কোনো কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না। কিন্তু স্বাভাবিক সার্কিট ব্রেকার (একদিনে দাম ওঠানামার সীমা) অনুসারে দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

করোনা পরিস্থিতির কারণে প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দরপতন ঠেকাতে গত ২০২২ সালের ২৮ জুলাই পুঁজিবাজারের দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস দেয় বিএসইসি। গত সপ্তাহে ১২টি কোম্পানি বাদে বাকি সবগুলোর ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এরপর এক সপ্তাহে বাজারে ব্যাপক উত্থান-পতন হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর তুলে নেওয়া হলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে বাজারে এ ধরনের আতঙ্ক ছিল।

পরিস্থিতি মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউজ, প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের এক ধরনের প্রস্তুতি ছিল। তারা বাজারে সাপোর্ট দেওয়ার জন্য নির্দিষ্ট একটি অঙ্কের তহবিল জোগাড় করেছিল।

কিন্তু দীর্ঘদিন আটকে থাকা এই বাজারের জন্য ওই তহবিল যথেষ্ট নয়। রোববার ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম তিন দিন সাপোর্ট দেওয়া হয়েছে। ফলে ইতোমধ্যে তহবিলের বড় অংশ সাপোর্টে ব্যয় হয়েছে। শেষের দুই দিন সেভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি। ফলে সূচকের বড় পতন হয়েছে।

এদিকে মার্চেন্ট ও ব্রোকারেজ হাউজের বড় অংশের টাকা বর্তমানে মার্জিন ঋণে আটকে আছে। তারা ফোর্সড সেল শুরু করলে বাজারের জন্য অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে।

তবে সূত্রটির মতে, বর্তমানে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম যে স্তরে রয়েছে, তা স্বাভাবিকের চেয়ে মোটেই বেশি নয়। ফলে সূচক কিছুটা কমলেও দ্রুতই ঘুরে দাঁড়াবে।

এছাড়া বড় মূলধনের ১২টি কোম্পানির ফ্লোর প্রাইস এখনো তোলা হয়নি। এই কোম্পানি থেকে ফ্লোর তুলে নেওয়া হলে আরও বড় চাপ আসবে। এটির জন্য বড় প্রস্তুতি দরকার।

গত সপ্তাহে ৫ দিনে ডিএসইতে ৪ হাজার ৮৫২ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৯৭০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৫ দিনে ৩ হাজার ৬৩৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।

প্রতিদিন গড়ে ৭২৭ কোটি টাকা হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ২১৫ কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৪৩ কোটি টাকা। শতকরা হিসাবে যা ৩৩ দশমিক ৪০ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসই ব্রড সূচক ১৮০ পয়েন্ট কমে ৬ হাজার ১৫৬ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসই-৩০ সূচক দশমিক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১১৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৮ পয়েন্টে নেমে এসেছে। গত সপ্তাহে ৪০৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩০৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম। তবে ১১টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে ৭ লাখ ৫৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এ হিসাবে বাজার মূলধন ৩৩ হাজার কোটি টাকা কমেছে।

একক কোম্পানি হিসাবে গত সপ্তাহে বিডি থাই অ্যালুমিনিয়াম ও জিএসপি ফাইন্যান্সের শেয়ারের দাম ৪০ দশমিক ৬০ শতাংশ কমেছে। এছাড়া বেলিজিংয়ের শেয়ারের দাম কমেছে ৩৯ দশমিক ৩৩ শতাংশ, এমএল ডাইং ৩৮ দশমিক ৭১, মতিন স্পিনিং ৩৮ দশমিক ৪০, আইপিডিসি ৩৮ দশমিক ০২, রিং শাইন টেক্সটাইল ৩৭ দশমিক ৭৬ এবং ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারের দাম ৩৫ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে শীর্ষ দশের তালিকায় থাকা কোম্পানিগুলোতে ৯৯৭ কোটি টাকা লেনদেন হয়েছে। যা বাজারের মোট লেনদেনের ২০ দশমিক ৫৫ শতাংশ।

এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের লেনদেন ১৩৮ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশন ১৩১ কোটি, ফরচুন সুজ ১১৫ কোটি, ফুয়াং ফুড ৯৮ কোটি, দেশবন্ধু পলিমার ৯৭ কোটি, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৯৪ কোটি, লাফার্জ হোলসিম বাংলাদেশ ৮২ কোটি, বাংলাদেশ শিপিং করপোরেশন ৮০ কোটি, ব্র্যাক ব্যাংক ৮০ কোটি এবং সীপার্ল বীসের ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সবমিলিয়ে দীর্ঘদিন ফ্লোর প্রাইস প্রত্যাহারের জন্য যারা অনবরত চাপ দিচ্ছিল, ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর দুই কর্মদিবস তাদের কিছুটা সক্রিয় ছিল। তারপর ফের নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে। স্মাট বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় হয়ে পড়ায় গত দুই কর্মদিবস বাজারে বড় পতন দেখা গেল। তারা ফের কম দামে বাজার থেকে শেয়ার তোলার কৌশল নিয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ তুলছেন।

ফ্লোর তোলার পরে গত এক সাপ্তাহে কোন শেয়ারে কত টাকা পতন হলো তার তালিকা।

১) BDLaMPS= লুজার-(৭৮.৫০) বর্তমান রেট= ১৬৫.৭০ টাকা।

২) BDFinance= লুজার -(১৩.৫০) বর্তমান রেট= ২৬.২০ টাকা।

৩) MaTinSpiNN= লুজার-(২২.১০) বর্তমান রেট= ৪৭.৮০ টাকা।

৪) FORTUNE= লুজার -(২৩.৫২) বর্তমান রেট= ৫২/-

৫) IPDC = লুজার- (১৬.২০) বর্তমান রেট= ৩৫.৭০/-

৬) JMISMDL = লুজার- (৭৪.৪০) বর্তমান রেট= ১৮১.১০ টাকা।

৭) QUASEMIND= লুজার-(১৭.৪০) বর্তমান রেট=৪১

৮) ESQUIRENTI = লুজার – (১০.৫০) বর্তমান রেট= ২৪ টাকা।

৯) TITASGAS = লুজার -(১১.৯০) বর্তমান রেট= ২৯

১০) BB’S CABAL= লুজার – (১৩.৭০) বর্তমান রেট= ৩৬.২০ টাকা।

১১) DORENPOWAR = লুজার – (১৬.৪০) বর্তমান রেট= ৪৪.৬০ টাকা।

১২) PRIME INES = লুজার – (১৯.৪০) বর্তমান রেট= ৫৫.২০ টাকা

১৩) SQUARE TEX = লুজার – (১৭.৫০) বর্তমান রেট= ৫০ টাকা।

১৪) NAHEEACP = লুজার – (১৫.১০) বর্তমান রেট= ৪৩.৭০ টাকা।

১৫) SALVO CHEM = লুজার – (১৩.৯০) বর্তমান রেট= ৪১.৮০ টাকা।

১৬) ACI = লুজার -(৬৩.১০) বর্তমান রেট= ১৯৭.১০

১৭) BSCCL = লুজার – (৫২.৮০) বর্তমান রেট= ১৬৬.১০ টাকা।

১৮) UPGDLC = লুজার- (৫৫) বর্তমান রেট= ১৭৪.৭০

১৯) ATLASBANG = লুজার -(২৪.৩০) বর্তমান রেট= ৭৯.৯০ টাকা।

২০) PROGERSLIP = লুজার – (১৭.৩০) বর্তমান রেট= ৬০ টাকা।

২১) KDS = লুজার – (১৭.১০) বর্তমান রেট= ৫৯.৯০

২২) WALTON = লুজার -(২১৭.৪০) বর্তমান রেট= ৭৬৪.৯০ টাকা।

২৩) ICB = লুজার -(১৮.২০) বর্তমান রেট= ৬৭.৩০

২৪) ROHIMAFOOD = লুজার -(৪৯.৭০) বর্তমান রেট= ১৮৮ টাকা।

২৪) INDEXAgro = লুজার -(২০.৫০) বর্তমান রেট= ৮৩.১০ টাকা।

২৬) TAMIJ TEX = লুজার – (৩৪.৬০) বর্তমান রেট= ১৪৩.৭০ টাকা।

২৭) SONALIPAPER = লুজার-(১০৪.৮০) বর্তমান রেট= ৫১০.৩০ টাকা।

২৮) PHARMA AID = লুজার -(১২১.৩০) বর্তমান রেট= ৬১০.১০ টাকা।

২৯) NATLIFEINS = লুজার (২৪.৫০) বর্তমান রেট= ১৩৬.৬০ টাকা।

৩০) BEACON Pharma = লুজার (৩৬.৮০) বর্তমান রেট= ২২৪.৮০ টাকা।

৩১) BXPharma = লুজার -(১৯.৮০) বর্তমান রেট= ১২৬.৪০ টাকা।

৩২) GQBALLPEN = লুজার -(১৭.৫০) বর্তমান রেট= ১১৩.৬০ টাকা।

৩৩) ACI ForMULA = লুজার -(১৮) বর্তমান রেট= ১৩৭ টাকা।

৩৪) ARAMIT= লুজার -(২২) বর্তমান রেট= ২৩৬.৯০

৩৫) IBASINA = লুজার (২৩.৫০) বর্তমান রেট= ২৬৩.১০ টাকা।

৩৬) LINDE BD= লুজার (৯১.৮০) বর্তমান রেট= ১৩০৫.৮০ টাকা।

৩৭) RENWCIKJA = লুজার -(৫০.৬০) বর্তমান রেট= ৬৯৯.৫০ টাকা।

৩৮) MONNOAGML= লুজার -(৩৪.৭০) বর্তমান রেট= ৫১৫.৪০ টাকা।

৩৯) EASTERN LUB =লুজার – (৭৪.৩০) বর্তমান রেট= ১৪৮৫.১০ টাকা।

৪০) HR TeX= লুজার- ( ১৯.৭০) – বর্তমান রেট = ৮৪.৭০ টাকা।

82 ভিউ

Posted ১২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com