শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ : সুইজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
105 ভিউ
বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ : সুইজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

কক্সবাংলা ডটকম(২৫ নভেম্বর) :: বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারালেও দ্বিতীয় ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে গ্রুপের বাকি দু’টি ম্যাচ থেকে ছিটকে গেলেন নেমার। ‘বিবিসি’ ছাড়াও ইংল্যান্ড এবং স্পেনের একাধিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

সরাসরি না বলেও ব্রাজিল দলের ডাক্তার বুঝিয়ে দিয়েছেন, নেমারের চোট দ্রুত সারবে না। তবে নকআউট রাউন্ড থেকে নেমারকে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

এখন ব্রাজিল সমর্থকদের মনে কাঁটার মতো একটি প্রশ্ন। দলের অন্যতম প্রধান মুখ নেইমারের চোট কতটা গুরুতর? পরের ম্যাচে আদৌ খেলতে পারবেন তো তিনি? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল।

আর যা উত্তর এল, সেটা মোটেই ব্রাজিল সমর্থকদের জন্য সুসংবাদ নয়।

সূত্রের খবর, সুইজারল্যান্ডের বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন না নেইমার। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইসদের বিরুদ্ধে নামবে ব্রাজিল। সূত্রের খবর, সেই ম্যাচে নেইমারের নামার কোনও সম্ভাবনা নেই। আপাতত দু’দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী কবে মাঠে নামবেন। মনে করা হচ্ছে, ব্রাজিলের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের আগে ফিট হয়ে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে ২ ডিসেম্বর ক্যামেরুনের বিরুদ্ধে নামার সম্ভাবনা রয়েছে নেইমারের (Neymar)। অর্থাৎ সুইজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে হলুদ জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে।

আসলে বৃহস্পতিবার সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই কড়া ট্যাকলের মধ্যে পড়তে হয়েছে প্যারিস সাঁ জাঁ (PSG) তারকাকে। পরিসংখ্যান বলছে, সব মিলিয়ে ন’বার ট্যাকল করা হয়েছে তাঁকে। তবে ম্যাচের ৮০ মিনিটে এসে তাঁকে মাঠ ছাড়তেই হয়। জানা গিয়েছে, গুরুতর চোট পাওয়ার পরেও সতীর্থদের সাহায্য করতে চেয়ে আরও ১১ মিনিট খেলেছেন তিনি। তবে ম্যাচের শেষ পর্যন্ত থাকা সম্ভব হয়নি। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে বেঞ্চে বসে পায়ে বরফ দিতে হয় তাঁকে। গোড়ালি বেশ ফুলে থাকতে দেখা যায়।

Neymar injury scare after Brazil win | Prothom Alo

তবে ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্রাজিল কোচ তিতে (Tite) জানিয়ে দেন, নেইমারকে নিয়ে বিশেষ চিন্তা তিনি করছেন না। তিতে একপ্রকার নিশ্চিত ছিলেন যে তাঁর পছন্দের ছাত্র পরের ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন। কিন্তু সেটা হচ্ছে না। আপাতত সুইজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই পরিকল্পনা করতে হবে তাঁকে।

বিবিসি-র খবর অনুযায়ী, গ্রুপের বাকি দু’টি ম্যাচে খেলতে পারবেন না নেমার। সংবাদ সংস্থা জানিয়েছে, তিনি শুধু পরের ম্যাচে নেই। তবে বেশিরভাগ সংবাদমাধ্যমেরই খবর, নেমারের গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না।

Neymar Injury Update: Brazil expect Neymar to carry on in World Cup despite ankle injury - Follow

ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার শুক্রবার বলেছেন, “শুক্রবার দুপুরে নেমার এবং দানিলোর এমআরআই করা হয়েছে। দু’জনেরই লিগামেন্টে চোট রয়েছে। আপাতত মাথা ঠান্ডা রেখে প্রতি দিন ওদের পর্যবেক্ষণ করা হবে। বাকি প্রতিযোগিতায় যাতে ওরা খেলতে পারে, তার আপ্রাণ চেষ্টা করা হবে।”

ব্রাজিল যদি প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে, তা হলে নেমার খেলতে পারেন। তত দিনে তাঁর চোট অনেকটাই ঠিক হয়ে যাবে বলে মনে করছেন ডাক্তাররা। নেমার যে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন, এখনই এ কথা বলা হচ্ছে না। নেমারের ছিটকে যাওয়া ব্রাজিলের কাছে বড় ধাক্কা।

কারণ, সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেমার যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। একটি গোলের ক্ষেত্রে তাঁর পাস রয়েছে।

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নেমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ ট্যাকল করেন নেমারকে। গোড়ালিতে চোট পান নেমার। পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় ব্রাজিলের অধিনায়ককে। বেঞ্চে বসে মুখ ঢেকে কাঁদতেও দেখা যায় নেমারকে।

কোচ তিতে বলেন, “নেমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে ওকে।” নেমার যে চোট পেয়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি তিতে। তিনি বলেন, “আমি বুঝতে পারিনি যে নেমারের চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার।” যদিও শুক্রবার ব্রাজিলের ডাক্তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন।

Brazil coach Tite gives Neymar injury update

Neymar injury update : FIFA World Cup Qatar 2022 | Neymar injury | Brazil vs Serbia 2-0 highlights. Neymar ankel injury. - FreekickBD

105 ভিউ

Posted ১০:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com