রোতাব চৌধূরী :: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হোটেল মোটেল ব্যবসায়ী ও পর্যটন সেবীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম।
সভায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো আজিম খান, পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ,হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সকাল নয় টায় শোভাযাত্রা, সৈকত পরিচ্ছন্নতা অভিযান,সাংস্কৃতিক অনুষ্ঠান,সৈকতে পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানানো ও বিভিন্ন সেবাপ্রদানে ছাড় দেয়াসহ নানান অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta