
সোয়েব সাঈদ,রামু :: ৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ৩য় হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মালা পাড়ার মেয়ে তাসনিম জেসি।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
তাসনিম জেসি এক মেধাবী ও শিক্ষানুরাগী পরিবার থেকে এসেছেন। তাঁর বড় বোন মোকাররমা আফরিন ৪৩তম বিসিএস হতে গাজীপুর কালিয়াকৈর সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
বড় ভাই শহীদ উল্লাহ ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর ভাই মহিদ উল্লাহ চট্টগ্রামের ফটিকছড়ি ইছাপুর বিএমসি ডিগ্রী কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
এছাড়া আরেক বোন রুবি আক্তার চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
তাঁদের পিতা মৌলভী মোহাম্মদ হোছাইন নাইক্ষংছড়ি বানিয়াঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং মাতা নুর নাহার বেগম একজন শিক্ষানুরাগী গৃহিণী।
সুশাসনের জন্য নাগরিক-সুজন রামু শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন- একই পরিবারের একাধিক সদস্যের সরকারি শিক্ষা ও প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে এলাকার জন্য গৌরবের বিষয়।
এ অর্জনের জন্য পরিবারটিকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে দেশের শিক্ষা উন্নয়নে তাদের অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
অপরদিকে ৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে ব্যবস্থাপনা বিষয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রামুর কৃতি সন্তান সেজানুর রহমান ইমন।
তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মোয়াজ্জেমের দ্বীপ ২নং ওয়ার্ডের আব্দুর রহমান ও জয়নাব বেগমের সন্তান।
সেজানুর রহমান ইমনের শিক্ষাজীবন শুরু হয় আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুলে (২০০৬-২০১০)। এরপর তিনি উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে পিএসসি সম্পন্ন করেন।
এরপর মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলে (২০১১-২০১৩) অধ্যয়ন শেষে খরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে ব্যবসায় শিক্ষা শাখায় মাধ্যমিক পাস করেন।
তিনি ২০১৯ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েই স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।
সাফল্যের এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা সেজানুর রহমান ইমনকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Posted ৯:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta