
সরওয়ার কামাল,মহেশখালী ::মহেশখালীতে উৎসব মুখর পরিবেশে দোহাস জেলা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
১লা ডিসেম্বর সকাল ১০টায় মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজ পরীক্ষা
কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা শুরু হয়। ২টি পরীক্ষা কেন্দ্রে ১১৭৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন।
মহেশখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামসুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনিক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজে ও দোহাস জেলা বৃত্তির প্রশংসা করেন।
স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষক এবং স্মার্ট ছাত্র প্রয়োজন বলে মন্তব্য করেন। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের স্কুল বইয়ের পাশাপাশি বেসিক শিক্ষারও গুরুত্ব দিতে পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন-মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন, অধ্যক্ষ ও দোহাস জেলা বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব এম শামসুদ্দোহা, মহেশখালী উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাঈদ আল করিম, সাধারণ সম্পাদক মিঠুন ভট্টাচার্য, রাখাইন নেতা সেনতু, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন।
ক্যামব্রিয়ান হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুর রহিম, কমিটির সদস্য ও ব্যবসায়ী নুরুল আলম, সিপাহীর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দীন, সাংবাদিক সরওয়ার কামাল, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ।

Posted ১১:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta