
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
৬ই নভেম্বর সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর বিকালে কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে জাফর আলমের পুত্র মোঃ আশিকুল ইসলাম কে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র’সহ আটক করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Posted ২:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta