
সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্বাস (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৩রা নভেম্বর বিকালে এসআই সুমিত বড়ুয়া ও এএসআই সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আব্বাসকে গ্রেফতার করে। তিনি কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেফতারকৃত মো. আব্বাস ফকিরজুম পাড়ার বাসিন্দা মোঃ আমিনের ছেলে ও মৃত্যু নুরজাহানের সন্তান।
মহেশখালী থানার ওসি (তদন্ত) জানান, মো. আব্বাস নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পুলিশ বলছে- এ ধরনের অভিযান চলমান থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

Posted ৮:২১ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta