
সরওয়ার কামাল,মহেশখালী :: কৃষিই সমৃদ্ধি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই নভেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফারের পরিচালনায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাহাদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন।
সভায় সার ও বীজ বিতরণের সার্বিক অগ্রগতি, কৃষকদের সুবিধা নিশ্চিতকরণ এবং মানসম্মত বীজ ও সার সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তা কার্যক্রম আরো জোরদার করার আহবান জানানো হয়।

Posted ১১:২০ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta