হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মিয়ানমারের বুথিডং এলাকার জাহিদ হোসেনের ছেলে ছলিম (৩০)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-বিজিবির যৌথ আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফের দমদমিয়া গ্রামের লোহার পল্টুন সংলগ্ন সড়কের ওপর সীমান্ত দিয়ে পাচার করে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় হাতেনাতে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।
Posted ১১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta