সোয়েব সাঈদ,রামু :: রামুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর, সোমবার রামু উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি উদযাপন করে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ জেড এম সেলিম, উপজেলা প্রকৌশলী কফিল উদ্দিন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সেলিম উল্লাহ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমজাদ হোসেন সিদ্দিকী প্রমূখ।
স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রামুর সহকারী প্রকৌশলী ক্যছাই মং চাক্। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta