
এম জিয়াবুল হক, চকরিয়া :: রাজধানী ঢাকায় গণসংযোগকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ ওসমান হাদির উপর হামলা চালিয়ে হত্যার প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরের সোসাইটি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে চকরিয়া নিউ মার্কেট সামনে গিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রনেতা ইব্রাহিম ফারুক ছিদ্দিক, সায়েদ হাসান, শামসুল আলম সাঈদী ও মোবারক হোসাইন জিহান।
বিক্ষোভকারীরা হাদি হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি—ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
এতে ওই সময় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে বক্তারা বলেন, হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর ক্ষতির।
দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

Posted ৯:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta