
কক্সবাংলা ডটকম :: আগামী বছরের ফুটবল বিশ্বকাপে পুরস্কার অর্থ আগের আসরের তুলনায় ৫০ শতাংশ বেশি হবে।
বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টুর্নামেন্টটির জন্য রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের আর্থিক বরাদ্দ অনুমোদন দিয়েছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের জন্য ফিফার তহবিলের সবচেয়ে বড় অংশ-৬৫ কোটি ৫০ লাখ ডলার-দেয়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে।
৪৮টি অংশগ্রহণকারী দেশের মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার(৬০০ কোটি টাকা), আর রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিক অবদানের দিক থেকেও একটি যুগান্তকারী টুর্নামেন্ট হবে।’
গ্রুপ পর্বেই বিদায় নেওয়া ১৬টি দেশ পাবে ৯০ লাখ ডলার করে। পাশাপাশি, প্রতিটি যোগ্যতা অর্জনকারী দেশ প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত ১৫ লাখ ডলার পাবে।
ফিফা কাউন্সিল আরও নিশ্চিত করেছে যে ২০২৬ সাল থেকে অনূর্ধ্ব-১৫ বয়সীদের জন্য উৎসবমুখর যুব টুর্নামেন্ট আয়োজন করা হবে, যেখানে সব সদস্য দেশ অংশ নিতে পারবে।
প্রথমে ছেলেদের টুর্নামেন্ট শুরু হবে, এরপর ২০২৭ সালে আয়োজন করা হবে মেয়েদের প্রতিযোগিতা।
ইনফান্তিনো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে ফিফা যুব ফুটবলকে এগিয়ে নিতে জোরালো উদ্যোগ নিয়েছে। এটি সেই প্রচেষ্টারই স্বাভাবিক পরবর্তী ধাপ।’
এছাড়া ফিফা কাউন্সিল নিশ্চিত করেছে, ২০২৮ নারী ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।

Posted ২:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta