কক্সবাংলা ডটকম(২৫ জুলাই) :: যুক্তরাষ্ট্রে পাঁচদিনের মাথায় মো. আবুল হাশিম (৪২) নামে আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।
গত রোববার (২৩ জুলাই) সকালে আরিজোনা অঙ্গরাজ্যের কাসা গ্রান্ডে শহরে মুদি দোকানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়ে এক দুর্বৃত্ত তাকে গুলি করে মারে।
এর আগে গত ১৮ জুলাই ইয়াজউদ্দিন আহমেদ ওরফে রমিম উদ্দিন আহমেদ (২২) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকেও একই কায়দায় গুলি করে হত্যা করা হয়।
রোববার নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ সপরিবারে রাজ্যের ফোনিক্স শহরে থাকছিলেন।
স্থানীয় পুলিশ বলছে, কাসা গ্রান্ডে শহরের সানলাইট মার্কেটের ওই দোকানটির মালিক ছিলেন হাশিম। ঘটনার দিন ডাকাতির উদ্দেশে এক দুর্বৃত্ত তার দোকানে ঢোকে এবং হাশিমকে গুলি করে।
খবর পেয়ে পুলিশ দোকানটিতে যায় এবং মেঝেতে হাশিমের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কৃষ্ণাঙ্গ একজনকে শনাক্ত করা হয়। সেই ফুটেজ ছড়িয়ে পড়লে স্থানীয়রাই ওই ব্যক্তির অবস্থান জানিয়ে দেয় পুলিশকে। ঘটনার তিন ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এর আগে গত ১৮ জুলাই মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিম উদ্দিন আহমেদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। পড়াশোনার পাশাপাশি ওই গ্যাস স্টেশনে কাজ করতেন রমিম উদ্দিন।
এই ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম টুইট করেছেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচদিনের মধ্যে দ্বিতীয় বাংলাদেশি হত্যাকাণ্ডে আমরা হতভম্ভ। সর্বশেষ খুন হলেন আবুল হাশিম। এর আগে খুন হয়েছেন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া ইয়াজউদ্দিন আহমেদ। নিজের শিক্ষা ব্যয় মেটাতে দোকানে কাজ করছিলেন এই বীর মুক্তিযোদ্ধার সন্তান।’
এদিকে দুটি হত্যাকাণ্ডেই শোকাহত ও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি। তারা এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
রমিম উদ্দিন হত্যাকাণ্ডের পর ঢাকায়ও কর্মসূচি পালিত হয়েছে। গত সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে।
পাশাপাশি নিহতের স্বজনদের সঙ্গে নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে ভুক্তভোগী পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চাওয়াসহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দেয়া হবে বলেও কর্মসূচিতে জানানো হয়।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
coxbangla.com | Chanchal Chy