শহিদুল ইসলাম,উখিয়া(৩০ সেপ্টেম্বর) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সেনাবাহিনীর হামলা থেকে জীবন বাচাঁতে পালিয়ে অাসা রোহিঙ্গাদের মানবতার স্বার্থে অাশ্রয় দিয়েছেন তাদের শরনার্থী হিসেবে অাশ্রয় দেওয়া হয়নি, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ককসবাজারের উখিয়ার শরনাথী ক্যাম্প পরিদর্শন ও ত্রান বিতরন কালে কৃষি মন্ত্রী মতিয়া চেীধুরী বলেন। চীন ওরাশিয়ার সমালোচনা করেন,বলেন বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গাদের নিয়ে সমালোচনা করছে। তাদের মানবিকতা থাকে তাহলে সকল দেশকে শেখ হাসিনার অাহবানে সাড়া দেবেন।
এসময় সাথে ছিলেন সাবেক অাইনমন্ত্রী অাবদুল মতিন খসরু,ককসবাজার জেলা প্রশাসক অালী হোসেন,পুলিশ সুপার ড:একে এম ইকবাল হোসেন,মহিলা সংস্হার কানিজ ফাতেমা মোস্তাক,হামিদা তাহের।