izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করবেন ?

gas-kitchen-coxbangla.jpeg

কক্সবাংলা ডটকম(৩ নভেম্বর) :: রান্না করতে গিয়ে  হঠাৎ আগুন ধরে গিয়েছে গ্যাস সিলিন্ডারে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত বাড়ি। সংবাদপত্রে প্রায়ই নজরে আসে এমন দুর্ঘটনার খবর।

তবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করে তা নেভাতে হয় জানেন না অনেকেই। এবার সেই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, দু’জন পুলিশকর্মী এই পদ্ধতি শেখাচ্ছেন। ভিড় করে তা দেখছেন বহু মানুষ। প্রথমে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

এরপর একটি ভিজে কাপড়কে নিয়ে আগুন চাপা দিয়ে দেওয়া হয়। ফলে কোনওভাবেই আর আগুন ছড়িয়ে পড়তে পারে না। বহু মানুষই এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। জল ঢালতে থাকেন। কিন্তু যেহেতু গ্যাসের প্রবাহ বন্ধ থাকে না, তাই গ্যাস ঘরময় ছড়িয়ে পড়ে।

ফলে সামান্যতম অগ্নিস্ফুলিঙ্গ থাকলেও তা আগুন ছড়িয়ে দেয়। কিন্তু ভিজে কাপড় দিয়ে কাপ দেওয়ার ফলে একদিকে আগুন তো নিভলই, অন্যদিকে সাময়িকভাবে গ্যাস ছড়িয়ে পড়াকে খানিকটা আটকেও দেওয়া গেল। নয়া এই পদ্ধতি যে বেশ কার্যকর, তা বলার অপেক্ষা রাখে না।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri