izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

rm-1.jpg

কক্সবাংলা ডটকম(৭ মার্চ) :: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালেউঠেছে বর্তমান চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ ও উংলিশ জায়ান্ট লিভারপুল। লিগের ১৬ নম্বর রাউন্ডে মুখোমুখি হয়ে নেইমারহীন পিএসজিকে ২-১ গোলে হারাল রিয়েল মাদ্রিদ৷সঙ্গেই কোয়ার্টার ফাইনালের লড়াই নিশ্চিত করল দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা৷

মঙ্গলবার ফিরতি ম্যাচে পিএসজির ঘরের মাঠে রিয়ালের শুরুটা বেশ সাদামাটা ছিল৷ প্রথম থেকে সিআর সেভেনদের উপর চাপ সৃষ্টি করতে থাকে পিএসজি ডিফেন্স৷ তবে ওটুকুই, খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’টি দলই ৷

খেলার ১৮ মিনিটে মাদ্রিদের জন্য প্রথম সুযোগ তৈরি হয়৷ লুকাসের ক্রস পাসকে জালে পাঠানোর চেষ্টা করেন রামোস৷ চমৎকার ক্ষিপ্রতায় গোল বাঁচান পিএসজির গোলকিপার৷ ৩৮ মিনিটে রিয়ালের দ্বিতীয় সুযোগ মিস করেন করিম বেঞ্জেমা৷

প্রথমার্ধের শেষের মুখে পিএসজির তরফে দুটি ভালো সুযোগ মিস করেন দি মারিয়া এবং ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে৷ গোল শূন্য অবস্থায় ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়৷

এরপর গ্যালারি থেকে দর্শকরা ফ্লেয়ার ছোঁড়া শুরু করলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে৷ খেলা আবার শুরু হলে ৫১ মিনিটে দলকে কাঙ্খিত গোল এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ লুকাস ভাসকেসের ক্রশ পাসকে হেডে করে জালে পাঠান সি আর সেভেন৷ এটি এই মরসুমের ৮ টি ম্যাচে সি আর সেভেনের ১২ নম্বর গোল৷

৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজি ফুটবলার ভেরাত্তিকে৷৭১ মিনিটে পাস্তোরের গোলে ম্যাচে ফেরে পিএসজি৷ তবে বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি৷ ৮০ মিনিটে কাসেমিরোর গোলে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ৷

ড্র করেও শেষ আটে লিভারপুল

অ্যানফিল্ড, লিভারপুল: বুধবার ঘরের মাঠে পোর্তর সঙ্গে ড্র করে চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে উঠল লিভারপুল৷

১৬ নম্বর রাউন্ডের প্রথম লেগে পোর্তর সঙ্গে প্রথম সাক্ষাতে ৫-০ জিতেছিল জার্গেন ক্লপের দল৷ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন লিভারপুলের সেনেগাল তারকা ফুটবলার সাদিও মান৷ দ্বিতীয় লেগে পোর্তর সঙ্গে ড্র করে সহজেই চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে পৌঁছল লিভারপুল৷

ঘরের মাঠে খেলতে নেমে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে লিভারপুল৷ খেলার ১৮ মিনিটে একটুর জন্য গোলপোস্ট মিস করে সাদিও মানের ডান পায়ের শট৷ ৩১ মিনিটে আবার সুযোগ পান লিভারপুলের সেনেগাল ফুটবলার সাদিও৷ জেমস মিলনারের দেওয়া পাস থেকে নেওয়া শট এবারও বাঁদিকের গোলপোস্টে লেগে ফিরে আসে৷

ঠিক এর ৫ মিনিট পর লিভারপুলের ক্রোশিয়ান ডিফেন্ডার লোভেরেনের হেড গোল মিস করে৷ গোল শূন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হয়৷

দ্বিতীয়ার্ধে বল নিজেদের দখলে রাখলেও সাদিওদের মত একইভাবে গোলের সুযোগ মিস করেন লিভারপুলের মিশরীয় তারকা ডিফেন্ডার মহম্মদ সালাহ৷

পুরো ম্যাচ জুড়ে চোখে পড়ার মত কোন সুযোগ তৈরি করতে পারেনি পোর্ত৷ ফলাফলহীনভাবেই শেষ হয় ম্যাচটি৷

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri