izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

মহেশখালীতে বিনামুল্যে বই বিতরণ

1231.jpg

এম রমজান আলী মহেশখালী(৪ এপ্রিল) :: মহেশখালী উপজেলার বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুলে বিনামুল্যে বই বিতরণ করলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক সাদাত উল্লাহ খান।

৪ এপ্রিল দুপুর ১টায় হাইস্কুল মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খ্যাতিমান লেখক ও বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মহেশখালী-কুতুবদিয়ার স্বপ্নদ্রষ্টা সমাজবিজ্ঞানী অধ্যাপক সাদাত উল্লাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগন-পলাশ কান্তি দে, মুহাম্মদ কবির হোসাইন, কবি খালেদ মাহবুব মোর্শেদ, আলহাজ্ব মোহাম্মদ গফুর আলম, হ্যাপী চক্রবর্তী, মাওলানা মোহাম্মদ আলম, মোহাম্মদ আমিন, জসিম উদ্দিন, শাহনাজ পারভীন, রাহমাতুন্নেছা পারুল, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ, এসএম আহসান উল্লাহ, শাকিলা নাসরিন পাপিয়া, মোহাম্মদ মনির উদ্দিন ও পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ হাশেম, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ জাফর আলম, যুবলীগ নেতা আব্দু রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক এম রমজান আলী ও মোস্তাক আহমদ সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভাশেষে শিক্ষকদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদাত উল্লাহ খান শুধু মহেশখালীর নয় সারাদেশের একজন খ্যাতিমান লেখক তার প্রকাশিত বই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষিত সমাজের কাছে ব্যাপার প্রচার প্রসার ঘটানো প্রয়োজন কেননা তার প্রকাশিত বই উন্নতমানের।

বক্তারা আরো বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষিত সমাজ ও সর্বস্থরের জনগনের ভাগ্যন্নোয়ন করতে হলে সাদাত উল্লাহ খানের মত গুনীজন কে মহেশখালী-কুতুবদিয়ায় জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করা প্রয়োজন।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri