izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

সঞ্জু’র বায়োপিক ছবির টিজার প্রকাশ

sanju-teacher.jpg

কক্সবাংলা ডটকম(২৩ এপ্রিল) :: বলিউডে যেন বায়োপিক সিনেমা তৈরির ধুম পড়েছে। ‘মুন্না ভাই এমবিবিএস’ খ্যাত সঞ্জয় দত্তকে নিয়ে এবার তৈরি হচ্ছে ‘সঞ্জু’ নামের এক বায়োপিক।

বলিউডের এ অভিনেতার জীবন-কাহিনী নিয়ে নির্মিত বায়োপিকে ‘সঞ্জু’র টিজার মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই তিন লাখ ২৮ হাজার ভিউ ছাড়িয়ে যায় রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত এই ছবির টিজার।

এরই মধ্যে এ ছবির ট্রেলার ২৭ এপ্রিল মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।

সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানায়, সঞ্জয় দত্তের লুকে এবার দর্শকদের সামনে ভিন্নরুপে দেখা যাবে রণবীর কাপুরকে। তার বিগত ছবিগুলো বক্স অফিসে তেমন সাড়া না পেলেও এই ছবিকে ঘিরে উত্তেজনার কোন কমতি নেই।

রণবীর কাপুর ছাড়াও এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে অানুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া ও মির্জা ও মণীষা কৈরালাকে। সবকিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরের ২৯ জুন ছবিটি মুক্তি পাবে।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri