izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

কক্সবাজার ইয়াবাসহ আটক যুবককে ছেড়ে দেয়ার অভিযোগ

arrest-yaba-man.jpg

সাইফুল ইসলাম(২৬ এপ্রিল) :: কক্সবাজারে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে শহরের রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালায় সদর মডেল থানার একদল পুলিশ।

এসময় ইসমাইল নামে এক যুবককে ১৫ কাট অর্থাৎ ৩০ হাজার পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসে ইয়াবাসহ আটক যুবক ইসমাইলকে।

অভিযানকালে এলাকার শত শত নারী-পুরুষ প্রত্যক্ষদর্শী ছিলো। অথচ, সকালের অভিযান দুপুর গড়াতেই ইয়াবার চালান নিয়ে যুবক আটকের ঘটনাটি রহস্যজনকভাবে নাই করে দেন অভিযানকারীরা।

তবে সূত্র জানায়, নগদ দুই লাখ টাকার বিনিময়ে বিভিন্ন তদবিরের মাধ্যমে ছাড়িয়ে নেয়া হয় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত ওই যুবককে।

পরক্ষণে এ বিষয়ে সংবাদকর্মীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ও অপারেশন অফিসার (ওসি) মাঈন উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করলে অফিসারদ্বয় ১শ’ ১০ পিস ইয়াবা নিয়ে রমজান নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri