কক্সবাংলা ডটকম(২৯ এপ্রিল) :: বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বৃহস্পতি তুঙ্গেই রয়েছে বলা চলে। কয়েকদিন আগেই দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন ‘পদ্মাবত’ চলচ্চিত্রে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয়ের জন্য।
সমসাময়িক অনেক অভিনেতাদের পেছনে ফেলে ক্যারিয়ার গ্রাফ বেশ ওপরে তার। এবার রণবীরের নামে আস্ত এক ট্রেনের নামকরণ করলো সুইজারল্যান্ড সরকার।
‘সুইত্জারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া। সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। ‘আলাউদ্দিন খিলজি’র অন্যতম পছন্দের জায়গা সুইত্জারল্যান্ড।
এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইত্জারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। নাম দেওয়া হয়েছে ‘রণবীর অন ট্যুর’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা আল্পসের প্রসিদ্ধ গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন।
আগামী ৩০ এপ্রিল যাত্রা শুরু করবে ‘রণবীর অন ট্যুর’। অতিসম্প্রতি সুইত্জারল্যান্ডে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন রণবীর।