izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

ঈদগাঁওতে শুরু হচ্ছে জমজমাট ক্রিকেট টূর্ণামেন্ট

crcket.jpg

মো. রেজাউল করিম, ঈদগাঁও(৩০ এপ্রিল) :: কক্সবাজারের ঈদগাঁও সাংগঠনিক উপজেলায় ইউনিয়ন ভিত্তিক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট দীর্ঘ ১৩ বছর পর অবশেষে শুরু হচ্ছে।

আগামী ২রা মে ঈদগাহ হাইস্কুল মাঠে জমকালো আয়োজনে এর উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনিয়ন প্রতিপক্ষ জালালাবাদ ইউনিয়নের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কঃ (অবঃ) ফোরকান আহমদ।

বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত এ টূর্ণামেন্টে ৮টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে বলে জানায় আয়োজক সংস্থার পক্ষে সহিদুল ইসলাম (সহিদ)।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে ঈদগাঁও, পোকখালী, ইসলামপুর, চৌফলদন্ডী, খুটাখালী ও ঈদগড়।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri