izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

কক্সবাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে মে দিবসের র‌্যালি

dc1may.jpg

কক্সবাংলা রিপোর্ট(১ মে) :: কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের চত্বর থেকে জেলা প্রশাসক’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন,সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল,জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা,অতি. জেলা প্রশাসক,জেলা শ্রমীক লীগের সভাপতি সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন,মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্য নিয়ে শ্রমজীবী মানুষজন সকল বৈষম্য, নিপীড়ন থেকে মুক্ত হয়ে সমাজের সবার সাথে অধিকার আর মর্যাদা নিয়ে বসবাস করবে এটিই কাম্য।

জেলা প্রশাসন সকল মেহনতি মানুষের সবসময় পাশে আছে। একটি আধুনিক,উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মালিক, শ্রমিক, কর্মকর্তা আর কর্মচারী সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri