izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক-৪

cg-tk-1.jpg

হুমায়ুন রশীদ,টেকনাফ(১ মে) :: কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্টমার্টিনের জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ এ তথ্য জানান।

আটককৃৃতরা হলেন নয়াপাড়া এলাকার জমির আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৪), একই এলাকার শাহ আলমের ছেলে রফিক আহমেদ(৩২) ও আব্দুস সালামের ছেলে কাশেম (৩৭) এবং একই এলাকার আ. মজিদের ছেলে সুলতান মাঝি।

কোস্টাগার্ড সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ফয়সাল বীন রশীদের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা এবং ১টি ট্রলারসহ ৩ জনকে আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যে অভিযানের সময় পালিয়ে যাওয়া সুলতান মাঝিকেও আটক করে কোস্টগার্ড।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ আরও বলেন, জব্দ ইয়াবাসহ আটককৃতদের আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri