izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

সোনম-আনন্দের বিয়ে ৮ মে

sonm.jpg

কক্সবাংলা ডটকম(১ মে) :: অসংখ্য জল্পনার পর অবশেষে সুখবর দিলেন কাপুর ফ্যামিলি৷ আগামী ৮ মে সোনম কাপুর এবং আনন্দ আহুজার চার হাত এক হতে চলেছে৷ তাঁদের বিয়ে নিয়ে নানান খবর একের পর এক উঠে এসেছিল শিরোনামে৷ কেউ কেউ জল্পনা বলে উড়িয়ে দিচ্ছিলেন৷ তবে এবার সেই খবরে শিলমোহর দিল কাপুর এবং আহুজা ফ্যামিলি৷ তাঁদের পক্ষ থেকে নিশ্চিত করা হল সোনম এবং আনন্দের বিয়ের খবর৷

সূত্রের খবর দুই পরিবার সম্প্রতি একটি বিবৃতি জানিয়েছেন, “কাপুর এবং আহুজা পরিবার গর্ব এবং আনন্দের সহিত জানাতে চাই সোনাম এবং আনন্দ আগামী ৮ ই মে বিয়ে করতে চলেছেন৷ মু্ম্বইতেই তাঁদের বিয়ের ভেনিউ ঠিক হয়েছে৷ বিয়ের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগতভাবে আমরা পালন করছি৷ আমরা আশা করব দুই পরিবারের প্রাইভেসিকে আপনারা সম্মান জানাবেন৷ আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ৷”

বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে তা বলার অপেক্ষা আর রাখে না৷ ওয়েডিং শপিং, সঙ্গীত সেরিমনির প্র্যাক্টিস-সবকিছু অলমোস্ট ডান৷ সোনাম-আনন্দের বিয়ের নিমন্ত্রণে কোন খুঁত রাখছেন না কাপুর এবং আহুজা পরিবার৷ আনিল কাপুর এবং তাঁর স্ত্রী ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন অথিতিদের৷ কাপুর ম্যানশন ইতিমধ্যেই আলোয় সুসজ্জিত হয়েছে বলে জানা গিয়েছে৷ সোনাম এবং আনন্দের চার হাত এক হতে আর মাত্র একটা সপ্তাহ৷

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri