izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

কক্সবাজারে নজরুলের ১১৯ তম জন্মবার্ষিকী পালন করবে নজরুল-আব্বাস উদ্দিন সেন্টার

nazrul-119-birth-by-abbasuddin-centre-coxbangla.jpg

প্রেস বিজ্ঞপ্তি(২ মে) :: কক্সবাজারে আগামী ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্ম বার্ষিকী পালন করবে নজরুল আব্বাস-উদ্দিন সেন্টার কক্সবাজার।

২ মে বুধবার কক্সবাজার প্রেসক্লাবে জরুরি সভা সেন্টারের সভাপতি এড. রমিজ আহমদ এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন, নির্বাহী পরিচাল জি এ এম আশেক উল্লাহ, পরিচালকবৃন্দ অধ্যাপক ছৈয়দ নুর, হাসানুর রশিদ, নুরুল আলম হেলালী, হুমায়ুন সিকদার, রফিক উল্লাহ মকুল, ইসলাম মাহমুদ, শামশুল আলম শ্রাবণ ও ছৈয়দ আলম প্রমূখ।

সভায় নজরুলের জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ২৫ মে র্বণাঢ্য র‌্যালী , ইফতার মাহফিল ও আলেচনা সভার সিদ্ধান্ত গৃহিত হয় ।

এ ছাড়া বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ও জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন বিএনপি নেতা সিরাজুল হক বি.এ এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri