izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

চকরিয়ায় মৃত গরুর মাংস বিক্রয়ের অভিযোগে আটক-২

Chakaria-Picture-03-05-2018..jpg

মুকুল কান্তি দাশ,চকরিয়া(৩ মে) :: কক্সবাজারের চকরিয়ায় আবারো মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২জন কসাইকে আটক করেছে।

পরে ঘোষিত অর্থদন্ডের ৫০হাজার টাকা আদায় ও ভবিষ্যতে এমন কাজ করবেনা মর্মে মুচলেকা দিয়ে আটক দুই কসাই মুক্তি পায়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট স্টেশনে এ ঘটনা ঘটে। এর আগেও চকরিয়া পৌরসভার গ্রামীন ব্যাংক এলাকা থেকে মৃত গরুর মাংসসহ কসাই গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকজন লোক আমার কাছে অভিযোগ করে ছিকলঘাট স্টেশন থেকে কেনা মাংস ঘরে নিয়ে দেখে মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং পোকা দেখতে পায়।

এতে সন্দেহ হলে স্থানীয় মেম্বারদের নিয়ে স্টেশনে গিয়ে বিক্রয়রত গরুর মাংস দেখে বুঝতে পারি মৃত গরু কেটে মাংস বিক্রয় করা হচ্ছে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে মুঠোফোনে বিষয়টি অবহিত করি। পরে তিনি ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে অভিযান চালান।

ওই সময় কয়েকজন কসাই পালিয়ে গেলেও আটক করা হয় চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কসাইপাড়া এলাকার কালা মিয়ার ছেলে রুস্তম আলী (৫০) ও একই এলাকার নুরুল কবিরের ছেলে মো. আরিফকে (৩৫)। পরে তাদের ৫০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ছিকলঘাট এলাকায় মৃত গরুর মাংস বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাংস বিক্রেতাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পঁচা মাংস স্থানীয় চেয়ারম্যানকে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়।

Share this post

PinIt
scroll to top