izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

জলাবদ্ধতা ও আবর্জনামুক্ত কক্সবাজার শহর গড়তে ধানের শীষে ভোট দিন : রফিকুল ইসলাম

BNP.jpg

সংবাদ বিজ্ঞপ্তি(১৬ জুলাই) :: আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বৃষ্টি উপেক্ষা সোমবার দিনভর গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বার্মিজস্কুল এলাকা, বৃহত্তর টেকপাড়ায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

তিনি ওই এলাকার প্রতি ঘরে ঘরে ভোটার সাথে কুশলবিনিময় ও ভোট প্রার্থণা করেছেন। নানাভাবে ভোটার খোঁজ-খবর নেন। একইসাথে ভোটার নানা সুখ-দুঃখের কথা শুনেন।

এসময় তিনি বলেন, কক্সবাজার পৌরসভা অনেক সমস্যা রয়েছে।

বিশেষ করে শহরের বামির্জ স্কুল এলাকা, টেকপাড়া, বাজার ঘাটা, বড়বাজার, চাউলবাজার এলাকার মানুষ বর্ষাকালে জলাবদ্ধতায় নিদারুণ কষ্ট ও ভোগান্তি ভোগ করে। একই সাথে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ আর অপরিচ্ছন্নতায় সুন্দরভাবে ও সুষ্ঠুভাব দিন যাপন করা কষ্টসাধ্য হয়। আমি মেয়র নির্বাচিত হলে এই সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো ইন্শাল্লাহ।

গণসংযোগ ও পথসভায় তাদের সাথে আরো ছিলেন, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপা, সহ-সভাপতি মমতাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল ও সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী, রুহুল আমিন, এড. ফিরোজ, নাজিম উদ্দীন, হাজী আবদুর রহিম, আবদুল্লাহ আল ফারুক ডালিম, নূরুল ইসলাম, মোহাম্মদ মুরাদ, শাহাব উদ্দীন, ছৈয়দ আকবর সুমন, একরাম ও জালাল প্রমুখ।

অন্যদিকে রফিকুল ইসলামের সমর্থনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। নেতাকর্মীদের সাথে তিনি পৌরসভার এসএম পাড়া, সাহিত্যিকা পল্লী এলাকায় গণসংযোগ ও ধানের শীষের প্রচারপত্র বিলি এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তাঁর সাথে ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদাক রাশেদ মোহাম্মদ আলী, জেলা বিএনপির সদস্য এড. আবু ছিদ্দিক ওসমানী ও শাহাব উদ্দীন চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, বিএনপি নেতা নূরুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri