izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

কক্সবাজারের উখিয়ায় শরনার্থী ক্যাম্প পরির্দশনে ও অাইসি প্রতিনিধি দল

FB_IMG_1536738329542.jpg

শহিদুল ইসলাম,উখিয়া(১২ সেপ্টেম্বর) :: কক্সবাজারের উখিয়ার শরনাথী ক্যাম্প পরির্দশন করেন ইসলামী সহযোগিতা সংস্হার (ও অাইসি) একটি প্রতিনিধি দল।

অাট দেশের ১৩ সদস্যের প্রতিনিধিদলটি বুধবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা প্রথমে এনজিও পরিচালিত একটি হাসপাতালে পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কথা শোনেন। ঘন্টাখানেক পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়।

দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালং শরর্নাথী ক্যাম্পের ডি -৫ ব্লক এলাকায় যান। সেখানে রোহিঙ্গাদের সাথে বিভিন্ন বিষয় জানতে যান ।

এসময় রোহিঙ্গারা বলেন,তারা মিয়ানমারের ফিরতে রাজী অাছে, তবে তাদের বসতবাড়ী ও নাগরিকত্ব দিবে হবে।

প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারন পরিষদের অাসন্ন অধিবেশনে ইসলামী সহযোগিতা সংস্হার (ও অাইসি)সদস্য দেশ গুলোর সমর্থন চেয়েছে বাংলাদেশ।

বুধবার সকালে এ প্রতিনিধি দলকে ককসবাজার বিমান বন্দরে ফুল বরন করেন ককসবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার কামাল, শরনার্থী সচিব অাবুল কালাম। সোজা গাড়ী যোগে ক্যাম্পে চলে অাসেন প্রতিনিধি দল।

ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা রাখবে বলে অাশাবাদ।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri