izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

Nokia বাজারে নিয়ে আসছে Nokia 5.1 Plus

NOKIA-5-1-PLUS-HD2.jpg

কক্সবাংলা ডটকম(২০ সেপ্টেম্বর) :: ফিনল্যাণ্ডের টেলিকম সংস্থা Nokia নিয়ে আসছে Nokia 5.1 Plus৷  আগামী ২৪ সেপ্টেম্বর লঞ্চ করা হবে সেটটি৷

যদিও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট পেজটির মাধ্যমে ইতিমধ্যেই সামনে এসেছে সেটটির ফিচার৷ মডেলটিতে রয়েছে একটি পলিশড লুক৷

এছাড়াও, থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার৷ ফোনটির ৫.৮ ইঞ্চির HD+ ডিসপ্লে সেটটির অন্যতম আকর্ষণ৷ ৩ জিবি RAM এবং ৩২ জিবির ইন্টারনাল মেমোরি থাকছে ফোনটিতে৷ ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সহ, সেলফির জন্য ৮ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷

তিনটি কালার অপশন পাবেন গ্রাহক ফোনটির জন্য, গ্লস ব্ল্যাক, গ্লস হোয়াইট, মিডনাইট গ্লস ব্লু৷

ব্যাটারিটিও থাকছে যথেষ্ট উন্নতমানের, 3,060 mAh৷ MySmartPrice তথ্য জানাচ্ছে,  মার্কেটে Nokia 5.1 Plus দাম থাকছে ১২,৯৯৯ টাকায়৷ যদিও, ইতিমধ্যে একাধিক চিনা সংস্থা বাণিজ্যিক দিকে থেকে বেশীরভাগটাই দখল করে রেখেছে৷

তবে, আবারও ছন্দে ফিরছে ফিনল্যান্ডের এই সংস্থা৷ সাময়িকভাবে সংস্থার লভ্যাংশে ভাটা পড়লেও আবারও, নতুন মেজাজে বাজারে আসছে Nokiaর নতুন মডেলগুলি৷

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri