এম আবুহেনা সাগর,ঈদগাঁও(১৯ অক্টোবর) :: কক্সবাজার সদরের ঈদগাঁওর ভাদীতলা ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১৯ই অক্টোবর পড়ন্ত বিকেলে ভাদিতলা ষ্টেডিয়ামে মেম্বার হাফেজ জিয়াউল হকের সভাপতিত্বে ও ভাদিতলা ক্রীড়া সংস্থার ম্যানেজার বেলাল উদ্দিনের শাওনের পরিচালনায় অনুষ্টিত হয়।
উক্ত ফুটবল টুনার্মেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঈদগাঁও যুবলীগ সাধারন সম্পাদক এনাম রনি, সৌদি প্রবাসী হামিদুল হক হামিদ, ঈদগাঁও যুবলীগ সহ সভাপতি ফরিদুল আলম, সৌদি প্রবাসী আয়াছ মিয়া।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার কালু,মেম্বার বজলুর রশিদ,ঈদগাঁও আ,লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির,ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর,ওয়াড় যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্রলীগ আহবায়ক জাওয়ানসহ বিপুল সংখ্যক দর্শক। ট্রাইব্রেকারে মাইজপাড়া সুপার ষ্টার ক্লাবকে ৪-৫ গোলে পরাজিত করে মধ্যম শিয়া পাড়া ক্লাব।
খেলায় রেফারী দায়িত্ব পালন করেন মিজানুর রহমান। পরে উভয় দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রপিসহ পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।