Nokia লঞ্চ করবে নতুন স্মার্টফোন

Nokia.jpg

কক্সবাংলা ডটকম(৫ ডিসেম্বর) :: নতুন স্মার্টফোন লঞ্চ করবে Nokia। এক ইভেন্টে  লঞ্চ হতে পারে Nokia 8.1। বুধবার দুবাইতে এই ইভেন্টে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। অক্টোবরে চিনে লঞ্চ হয়েছিল Nokia X7। নাম বদলে বিশ্ব বাজারে আসবে এই ফোন। অনেকে মনে করছেন এই ফোনের নাম হতে পারে Nokia 7.1 Plus।  এর সাথেই ভারতে লঞ্চ হতে পারে Nokia 2.1 Plus।

চিনে 4GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X7 কিনতে খরচ হবে 1699 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 6GB RAM64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 1999 টাকা (প্রায় 21,200 টাকা)। আর 6GB RAM+128GB স্টোরেজ কিনতে খরচ হবে 2499 ইউয়ান (প্রায় 26,500 টাকা)।

বুধবার ভারতীয় সময় রাত 8 টা 30 মিনিটে দুবাইতে Nokia লঞ্চ ইভেন্ট শুরু হবে।  নীচের প্লে বাটনে ক্লিক করে এই ইভেন্ট সরাসরি দেখতে পাবেন।

ডুয়াল সিম ও ডুয়াল VoLTE Nokia X7 এ Android Oreo অপারেটিং সিস্টেম চলবে। Nokia X7 এ রয়েছে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। 6000 সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরী হয়েছে Nokia X7 ফোনের বডি।

Nokia X7 এ রয়েছে 12MP+13MP ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারে রয়েছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। ফোনের সামনে থাকছে 20MP সেলফি ক্যামেরা।

কানেন্টিভিটির জন্য Nokia X7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac সাথে VoWiFi, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, BeiDou, FM রেডিও, USB Type-C পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Nokia X7 এ রয়েছে 3500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিং।

Share this post

PinIt
scroll to top