কক্সবাংলা ডটকম(১৫ জানুয়ারি) :: ভারতের বাজারে নতুন Ninja ZX-6Rলঞ্চ করল Kawasaki। দিল্লিতে Kawasaki Ninja ZX-6R মোটরসাইকেলের এক্স শো রুম দাম ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অক্টোবর মাসে Ninja ZX-6R মোটরসাইকেলের প্রি-অর্ডার শুরু করেছিল জাপানের কোম্পানিটি। ফেব্রুয়ারি মাসে এই Kawasaki Ninja ZX-6R ডেলিভারি শুরু হবে। ZX-10R এর মতোই ZX-6R মোটর সাইকেলের যন্ত্রাংশ জোড়ার কাজ ভারতেই করবে Kawasaki।

Kawasaki Ninja ZX-6R এর সামনে থাকছে টুইন LED হেডল্যাম্প
Kawasaki Ninja ZX-6R মোটরসাইকেলে থাকছে 636 cc চার সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 128 bhp শক্তি আর 70.5 Nm টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশান। কোম্পানি দাবি করেছে এই ইঞ্জিনে ভালো লো ও মিড রেঞ্জ পাওয়ার পাওয়া যাবে।

Kawasaki Ninja ZX-6R মোটরসাইকেলে থাকছে 636 cc চার সিলিন্ডার ইঞ্জিন
Ninja ZX-6R মোটরসাইকেলে থাকছে KIBS (Kawasaki ইন্টিলিজেন্ট অ্যান্টি লক ব্রেক সিস্টেম), KTRC (Kawasaki ট্র্যাকশান কন্ট্রোল) আর KQS (Kawasaki কুইক শিফটার)। মোটরসাইকেলের সামনে থাকছে টুইন LED হেডল্যাম্প আর পিছনে LED টেল ল্যাম্প। সাথে থাকছে একটি স্মার্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।