izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

wcvUP-2.jpg

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি(২৯ জানুয়ারী) :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯জানুয়ারী বেলা ১১টার সময় মাদরাসা মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সহকারি শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউ.পি চেয়ারম্যান ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম কোম্পানী।

মাদরাসা সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক আওয়ামীলীগ সভাপতি নুরুচ্ছফা, যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম, ইউ.পি সদস্য নুরুল ইসলাম, সমাজ সেবক ইলিয়াছ সওদাগর, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দীন, মাওলানা আব্দুল মান্নান জিন্যাহ, ছাত্রলীগের সহ-সভাপতি তাহের মোরশেদ, সহকারি শিক্ষক মাওলানা আবদুল গফুর, মাওলানা আবদুল্লাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা তমীম গোলাল, অফিস সহকারি নাজের হোছাইন, শিক্ষক কামাল হোছাইন, এমদাদুল হক, মহি¦ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায় ছাত্র,ছাত্রীদের জন্য এবং দেশের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri