izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

সিরিয়ার সর্বশেষ গ্রাম ছেড়ে পালাচ্ছে আইএস

is-syr-1.jpg

কক্সবাংলা ডটকম(৭ ফেব্রুয়ারি) :: যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব সিরিয়ার সর্বশেষ এলাকা ছেড়ে যাচ্ছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য ও তাদের পরিবার-পরিজন। খবর বিবিসি।

নারী, পুরুষ, শিশু ও গুরুতরভাবে আহত মানুষজন আইএসের নিয়ন্ত্রণাধীন এলাকাটি ছেড়ে চলে যাচ্ছে। গত মঙ্গলবারে মার্কিন বাহিনী জানিয়েছে, এ এলাকার আয়তন হবে প্রায় ৫০ বর্গকিলোমিটার। আইএস নিয়ন্ত্রিত এলাকাটি ছেড়ে তারা বাঘুজ গ্রামের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ও কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) কাছে আত্মসমর্পণের উদ্দেশ্যেই তারা বাঘুজ গ্রামের দিকে যাচ্ছে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সপ্তাহের মধ্যেই সিরিয়া ও ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকা শতভাগ মুক্ত করা হতে পারে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এসডিএফের কমান্ডাররা আইএসের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে মধ্যস্থতা করে আসছিল। আইএসের হাতে আটক হওয়া এসডিএফের বেশকিছু সদস্যকে মুক্ত করতেই এ মধ্যস্থতা চালাচ্ছিল তারা।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri