izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

কক্সবাজার জাসদ সভাপতি নঈমুল হক চৌ: টুটুলের বোন মাহফুজা চৌধুরী হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ

protibad.jpg

প্রেস বিজ্ঞপ্তি(১১ ফেব্রুয়ারী) :: জাতীয় সমাজতাত্ত্বিক দল ( জাসদ) কক্সবাজার জেলা শাখার সভাপতি জননেতা নঈমুল হক চৌধুরী টুটুলের বড় বোন ঢাকা ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে তার নিজ বাসভবনে হত্যা করা হয়।

তার হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী অপরাধীদের আইনের আওতায় গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানায়েছেন এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, জাসদ কক্সবাজার জেলা, মোহাম্মদ হোসেন মাসু যুগ্নসম্পাদক জেলা জাসদ, আজিজুল হক আজিজ সাংগঠনিক সম্পাদক জেলা জাসদ, এড. রফিক উদ্দীন চৌধুরী সহ সম্পাদক জেলা জাসদ, বিপ্লব বড়ুয়া সহ সম্পাদক জেলা জাসদ, খোরশেদ আলম অদুদ শিক্ষা বিষয়ক সম্পাদক জেলা জাসদ, মাহতাবুল ইসলাম সদস্য জেলা জাসদ, মিজানুর রহমান বাহাদুর দপ্তর সম্পাদক জেলা জাসদ, নূর আহমদ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহর শাখা, আবদুল জব্বার, মোশারফ হোসেন, প্রদীপ দাস, আবু তৈয়ব সদস্য জেলা জাসদ কক্সবাজার, আব্দুর রহমান সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কক্সবাজার জেলা, কাইসার হামিদ প্রমুখ।

নেতৃবৃন্দ নিহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার আতœার শান্তি কামনা করেন।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri