izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

৭২ লক্ষ টাকার 998 cc Kawasaki Ninja H2R মোটরসাইকেল বাজারে

kawasaki-ninja-h2r_827x510_71466677682.jpg

Kawasaki Ninja H2R মোটরসাইকেলের দাম 72 লক্ষ টাকা।এতে একটি 998 cc ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 308 bhp আর 165 Nm টর্ক পাওয়া যাবে।

কক্সবাংলা ডটকম(৪ মার্চ) :: গত বছর অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল 2019 Kawasaki Ninja H2R।  একই সাথে লঞ্চ হয়েছিল Kawasaki Ninja H2 আর Kawasaki Ninja H2 Carbon। এর মধ্যে সব থেকে দামী মোটরসাইকেল  Ninja H2R ডেলিভারি শুরু হল ভারতে। Kawasaki Ninja H2R মোটরসাইকেলের 72 লক্ষ টাকা। 2018 সালে এই মোটরসাইকেল বুকিং নিয়েছিল জাপানের কোম্পানিটি। তবে নতুন এই মোটরসাইকেলের মালিকের নাম জানা যায়নি। নিজের নাম গোপন রাখতে চেয়েছেন ভারতে প্রথম Kawasaki Ninja H2R মালিক।

kawasaki ninja h2r

Kawasaki Ninja H2R

Kawasaki Ninja H2R মোটরসাইকেলে একটি 998 cc ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ 308 bhp আর 165 Nm টর্ক পাওয়া যাবে। তবে বিশেষ এয়ার ইনটেক প্রযুক্তি ব্যবহার করে 321 bhp শক্তি পাওয়া যাবে এই ইঞ্জিনে। থাকছে 6 স্পিড ট্রান্সমিশান। সর্বোচ্চ 400 কিমি প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে এই মোটরসাইকেল।

নতুন Kawasaki Ninja H2R মোটরসাইকেলে Bridgestone টায়ার ব্যবহার হয়েছে। এর সাথেই এই বাইকে থাকবে TFT টাচস্ক্রিন আর Bluetooth কানেক্টিভিটি। এই ডিসপ্লের অ্যাপ থেকে কবে বাই সার্ভিস করতে হবে, কবে কতো কিলোমিটার বাইক চলেছে ইত্যাদি সব তথ্য পাওয়া যাবে। এর সাথেই এই বাইকে স্ক্র্যাচ পড়লে বাইকের পেন্ট তা নিজে থজেকেই ঠিক করে নিতে পারবে। গাড়ি রাস্তায় নামলে সূর্যের তাপে এই কাজ নিজে থেকেই করতে পারবে গাড়ির আধুনিক রঙ।

Share this post

PinIt
scroll to top
bedava bahis bahis siteleri
bahis siteleri