izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

টেকনাফের সাবরাংয়ে নৌকার জনসভায় অসুস্থ হ্নীলা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

H-K-Anwar.jpg

হুমায়ূন রশিদ,টেকনাফ(১৮ মার্চ) :: টেকনাফের সাবরাংয়ে নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য রাখার পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার।

১৮ মার্চ সন্ধ্যায় সাবরাং বাজারে নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য রাখার পর হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ার (৭২) অসুস্থতা অনুভব করেন। সেখান থেকে বিদায় নিয়ে দ্রুত গাড়িযোগে বাড়ি চলে আসেন। অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজারের উদ্দেশ্যে গমনকালে তিনি কুতুপালং শরণার্থী ক্যাম্প হাসপাতালে চিকিৎসা নেন।

অবস্থায় উন্নতি না হওয়ায় কক্সবাজার যাওয়ার পথে কোর্টবাজার এলাকায় পৌঁছলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মাষ্টার আমির আলীর ৪ ছেলে ও ৬ মেয়ের মধ্যে ২য়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, মা ও নাত-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাংখী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তিনি হ্নীলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

এইচকে আনোয়ারের পুত্র আলী হোসেন শোভন এইচকে আনোয়ারের মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তার পিতার মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। পারিবারিক সিদ্বান্তক্রমে জানাজার সময়সূচী পরে জানোনো হবে।

এইদিকে হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচকে আনোয়ারের মৃত্যুতে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি, নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share this post

PinIt
scroll to top