izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

48 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Nokia X71

nokia-x-71.jpg

কক্সবাংলা ডটকম(২৫ মার্চ) :: শিঘ্রই বাজারে আসছে Nokia X71। নতুন এই ফোন থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে। আগামী 2 এপ্রিল তাইওয়ানে এই ইভেন্টে লঞ্চ হবে এই ফোন। এই প্রথম কোন Nokia ফোনের ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে সেলফি ক্যামেরা দেখা যাবে। ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন 48 মেগাপিক্সেল ক্যামেরা। বিশ্ব বাজারে Nokia 8.1 Plus নামে লঞ্চ হতে পারে Nokia X71।

ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে 2 এপ্রিল লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে HMD Global। সেখানে জানানো হয়েছে নতুন ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল ক্যামেরা। পাঞ্চ হোল সেলফি ক্যামেরা সহ Nokia X71 ফোনে একটি ফুল ভিউ ডিসপ্লে থাকবে। সম্প্রতি লঞ্চ হওয়া Samsung S10 সিরিজের ফোনগুলিতে একই ধরনের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার হয়েছিল।

MySmartPrice ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে চিনে ও তাইওয়ানে Nokia X71 নামে এই ফোন লঞ্চ হলেও বিশ্বের অন্যান্য প্রান্তে Nokia 8.1 Plus নামে লঞ্চ হবে এই ফোন। Nokia X71 ফোনের পিছনে থাকছে Zeiss ব্র্যান্ডের ডুয়াল ক্যামেরা।

Nokia X71 ফোনে থাকতে পারে একটি 6.2 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকতে পারে Qualcomm এর মিডরেঞ্জ প্রসেসার Snapdragon 710। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন জানা যায়নি।

Share this post

PinIt
scroll to top