Bajaj Dominar 400 এর দাম

Bajaj-Dominar-400.jpg

কক্সবাংলা ডটকম(৩১ মার্চ) :: নতুন Bajaj Dominar 400 লঞ্চ নিয়ে মোটরসাইকেল প্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে। 2016 সালের পরে এই মোটরসাইকেল আপডেট হয়নি। ইতিমধ্যেই এই মোটরসাইকেলের সব ফিচার সামনে এলের এতদিন নতুন Bajaj Dominar 400 মোটরসাইকেলের দাম জানা যায়নি।

এবার 2019 Bajaj Dominar 400 এর দাম সামনে এল। Bajaj ডিলাররা carandbike কে জানিয়েছেন 1.73 লক্ষ টাকা এক্স-শোরুম দামে ভারতে বিক্রি হবে নতুন Bajaj Dominar 400। নতুন মডেলে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট।

আগের ভার্সানের মতোই দেখতে 2019 Bajaj Dominar 400। তবে যোগ হয়েছে একাধিক ভিসুয়াল চেঞ্চ। সবুজ রঙে পাওয়া যাবে নতুন Bajaj Dominar। ফুয়েল ট্যাঙ্কে যোগ হয়েছে নতুন লোগো। হেডল্যাম্প ও টেল ল্যাম্পে সম্পূর্ণ LED ব্যবহার করেছে Bajaj। তবে ডিজাইনে কোনও পরিবর্তন আসেনি।

2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলে যোগ হয়েছে নতুন ডিজাইনের রিয়ার ভিউ মিরার। মিরারে কাস্ট অ্যালুমিনিয়ার ব্যবহার হয়েছে। থাকছে নতুন সাইড স্ট্যান্ড। Bajaj Dominar এ রয়েছে ডবল ব্যারেল এক্সহস্ট।

আর থাকছে LCD স্ক্রিন। এখানেই মোটরসাইকেলের গতি সহ সব তথ্য দেখা যাবে। থাকছে ডাইনামিক ফুয়েল ডিসপ্লে। এছাড়াও সার্ভিসের খবর জানাবে এই ডিসপ্লে।

Bajaj Dominar এ থাকছে 373.3 cc সিঙ্গেল সিলিন্ডার লিহুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে আগের থেকে বেশি শক্তি পাওয়া যাবে। থাকছে সর্বোচ্চ 39bhp শক্তি আর 35 Nm টর্ক।

2019 Bajaj Dominar 400 মোটরসাইকেলের সামনে থাকছে আপডেটেড আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক। KTM 390 Duke মোটরসাইকেলে একই ধরনের ফর্ক ব্যবহার হয়েছে। আর থাকছে ডুয়াল চ্যানেল ABS।

Share this post

PinIt
scroll to top
alsancak escort bornova escort gaziemir escort izmir escort buca escort karsiyaka escort cesme escort ucyol escort gaziemir escort mavisehir escort buca escort izmir escort alsancak escort manisa escort buca escort buca escort bornova escort gaziemir escort alsancak escort karsiyaka escort bornova escort gaziemir escort buca escort porno