izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

আলিয়া ভাট ও রনবীর কাপুরের এনগেজমেন্ট ?

Ranbir-Kapoor-Alia-bhatt-cb.jpg

কক্সবাংলা ডটকম(২ এপ্রিল) :: আলিয়া ভাট ও রণবীর কাপুরের নাম ট্রেন্ডিং তালিকায় নেই এমন দিন বোধহয় ইদানীংকালের মধ্যে একটিও যায়নি। ডিএনএ-র রিপোর্ট অনুযায়ী, আলিয়া এবং রণবীরের নাকি ইতিমধ্যেই এনগেজমেন্ট হয়ে গিয়েছে। ডিএনএ-র রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, সুইজারল্যান্ডের সেন্ট মরিসে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রোপোজ cরণবীর।

এবং আলিয়া তাতে হ্যাঁ বলেছেন। তবে আলিয়া বা রণবীর কেউই এই সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দেননি। রিপোর্টে প্রকাশিত, ‘‘রণবীর কাপুর সম্প্রতি অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রোপোজ করেন সুইজারল্যান্ডের সেন্ট মরিসে। তার পরে তারা একটি বড় পার্টির আয়োজন করেছিলেন এনগেজমেন্ট অনুষ্ঠান উপলক্ষে। রণবীরের হাবভাব দেখে আলিয়া ভাট লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলেন।

আলিয়া এবং রণবীরের বিয়ে নিয়ে এই প্রথমবার গুঞ্জন শোনা যাচ্ছে তেমনটা নয়। এর আগে আইএএনএস-এর একটি সূত্র জানিয়েছিল যে, ‘‘রণবীর এবং আলিয়ার বিয়ের প্রস্তুতি উপলক্ষে ঋষি কাপুর তাড়াতাড়ি দেশে ফিরতে চাইছেন।”

আলিয়া এবং রণবীরকে মাঝেমধ্যেই পরস্পরের সম্পর্কে মনের ভাব প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন ইন্টারভিউ এবং ইভেন্টে। জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে আলিয়া এবং রণবীর একটি চুমু খাওয়ার মুহূর্ত ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।

সাম্প্রতিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাট বলেছিলেন, ‘‘আজকে ভালোবাসার রাত, আমার জীবনের বিশেষ মানুষটির জন্য, আই লাভ ইউ রনবীর।”আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। সেখানে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, মৌনি রায় এবং আক্কিনেনি নাগার্জুন।

দেখুন সেই ভিডিও এখানে:

Share this post

PinIt
scroll to top