izmir escort telefonlari
porno izle sex hikaye
çorum sürücü kursu malatya reklam

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এডিশনাল আইজিপি মোখলেসুর রহমান

Igp-adi.jpg
শহিদুল ইসলাম,উখিয়া(১১ এপ্রিল) :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ পুুুলিশের এডিশনাল আইজিপি  (এডমিন এন্ড অপস)মোহাম্মদ মোখলেসুর রহমান বিপিএমবার।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে আইজিপি কিছু সংখ্যাক এনজিও সংস্থার কার্যক্রম সম্পর্কে জানাতে চান।

এসময় এনজিও সংস্হার লোকজন তাদের কার্যক্রম সম্পর্কে ধারনা দেন।এরপর বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে নানান বিষয়ে জানার চেষ্টা করেন। রোহিঙ্গা বলেন শীঘ্রই মিয়ানমারের ফিরতে চাই।
অতিরিক্ত আইজিপি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, মধুরছড়া ও তুর্কী পাহাড় পরিদর্শন করেন।উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনর্চাজ ওবায়দুল্লার সাথে একটি বৈঠকে মিলিত হন।
এসময় সাথে ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডি অাইজি মোসলেম উদ্দিন, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মামুদ হোসেন, উখিয়া সার্কেল নিহাদ আদনান  তাইয়ান ও উখিয়া থানার তদন্ত ওসি  নুরুল ইসলাম।
ক্যাম্প পরিদর্শন শেষে এডিশনাল আইজিপি  কক্সবাজারের উদ্দেশ্য রওনা হন বলে জানিয়েছেন উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম।

Share this post

PinIt
scroll to top