buy Instagram followers
kayseri escort samsun escort afyon escort manisa escort mersin escort denizli escort kibris escort

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে সেন্টমার্টিনে সহস্রাধিক পর্যটক আটকা

Screenshot_2019-11-08-Humayun-News-Pic-Teknaf-08-11-19-chanchalcox-gmail-com-Gmail.png

হুমায়ূন রশিদ,টেকনাফ(৮ নভেম্বর) :: দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে আসা হাজারো পর্যটক ঘূর্ণিঝড় “বুলবুল’ এর প্রভাবে সর্তক সংকেত জারী এবং সাগর উত্থাল হওয়ায় আটকা পড়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিগণ এসব পর্যটকদের দেখভাল করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, এই মাসের শুরুতে টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে পর্যটক বোঝাই জাহাজ চলাচল শুরু হয়। গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) হতে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে আবহাওয়া অধিদপ্তর সর্তকতা সংকেত জারী করলে এই নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রবালদ্বীপে অবস্থানকারী হাজারো দেশী-বিদেশী আটকা পড়ে যায়।

এই ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান,এই প্রবালদ্বীপে ৮৪টি আবাসিক হোটেলে প্রায় ১২শ মতো পর্যটক আটকে আছে।

তবে এসব পর্যটকেরা নিরাপদে রয়েছেন এবং তাদের সেন্টমার্টিনবাসীর পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা দিচ্ছি।

এদিকে কোস্টগার্ড সুত্রের দাবী,এই প্রবাল দ্বীপে প্রায় ৮শ মতো পর্যটক দূর্যোগ আবহাওয়ার কারণে আটকা পড়েছে।

নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা সেখানে নিরাপদে অবস্থান করছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য সেখানকার ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ৮নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকলে উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top
error: কপি করা নিষেধ !!
bahis siteleri