কক্সবাংলা ডটকম(২৩ নভেম্বর) :: চিনের গণমুক্তি ফৌজ বা পিএলএ আগামী বছরের মাঝামাঝি যুক্ত হবে শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। অন্তত ১০টি পরমাণু ‘ওয়ারহেড’ বা বোমা সজ্জিত ডংফেং-৪১ নামের ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনও স্থানে হামলা চালানো যাবে।
১০টি পরমাণু বোমা দিয়ে পৃথক ১০টি লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে এটি। এ ছাড়া, শত্রুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে লক্ষ্যভ্রষ্ট করার প্রযুক্তি থাকবে এতে। এ প্রযুক্তির আওতায় শত্রুকে বিভ্রান্ত করতে ‘ডামি ফ্লায়ার’ বা আতশবাজি ব্যবহার করবে ডংফেং-৪১।
২০১২ সালের পর থেকে অন্তত আট দফা ডংফেং-৪১য়ের পরীক্ষা চালিয়েছে চিন। চলতি মাসের গোড়ার দিকে অষ্টম পরীক্ষাটি চালানো হয় বলে জানিয়েছে চিনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট। অবশ্য, এটি কোথায় চালানো হয়েছে তা খবরে উল্লেখ করা হয়নি।