huawei p40 pro স্মার্টফোন আসছে সাতটি ক্যামেরা নিয়ে

huawei-camera.jpg

কক্সবাংলা ডটকম(১০ জানুয়ারি) :: গত বছর ডিসেম্বরে Huawei জানিয়েছিল তাদের পরবর্তী স্মার্টফোনে থাকবে মোট সাতটি ক্যামেরা।২০২০-তে মার্চ মাসে Huawei নিয়ে আসছে সেই ফোন।সম্প্রতি এক স্মার্টফোন কেস প্রস্তুতকারী সংস্থা Huawei P40 Pro ফোনের একাধিক ছবি প্রকাশ করেছে।

সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কেস সহ Huawei P40 Pro ফোনের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই ফোনের রিয়ারে পাঁচটি ক্যামেরা আর সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। এবার দেখে নেওয়া যাক Huawei P40 Pro-এর স্পেসিফিকেশন আর দাম-

 Huawei P40 Pro-এর স্পেসিফিকেশন আর দাম :

১) 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
২) ফোনের পিছনে আয়তকার মডিউলের মধ্যে পাঁচটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ।সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।
৩) Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব HarmonyOS অপারেটিং সিস্টেম চলতে পারে।
৪) 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huaweiএর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।
৫) ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন অথবা একটি আইআর ব্লাস্টার।
৬) RAM জানা যায়নি।
৭) একটি USB Type-C পোর্ট।

Huawei P40 Pro-এর সাথেই লঞ্চ হতে পারে Huawei P40।চলতি বছরে মার্চ মাসেই চিনের এই কোম্পানি লঞ্চ করতে পারে এই দুটি ফোন।সম্প্রতি Huawei P40 ফোনেরও একটি ছবি সামনে এসেছিল আর এই ছবিতে দেখা গিয়েছিল P40 -এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা।দুটি ফোনেরই দাম সমন্ধে কোন ইঙ্গিত মেলেনি।

বাজারে এই স্মার্টফোনের দাম হতে পারে ৭৩,৯৯০ টাকা।

Share this post

PinIt
scroll to top
error: কপি করা নিষেধ !!
bahis siteleri