buy Instagram followers
kayseri escort samsun escort afyon escort manisa escort mersin escort denizli escort kibris escort

সুজানের হাতের গোলাপ

ny-vd-sapon.jpg
স্বপন চক্রবর্ত্তী,নিউইয়র্ক থেকে(১৪ ফেব্রুয়ারি) :: হঠাৎ হাত থেকে পড়ে গেলো গোলাপের বুকেটা । খুব মন খারাপ হয়ে গেলো সুজানের । ডিলানের হাত থেকে নিতে গিয়েই পড়ে গেলো হাত থেকে ।

বুকের মধ্যে হঠাৎ বজ্রপাতের শব্দ! আজই প্রথম ভ্যালেন্টাইনস ডে । একটা কালো সরীসৃপ কি পিঠের শিরদাঁড়া বেয়ে উপরে উঠে আসছে ! হ্যাঁ, আসছে- ঠিকই অনুভব করতে পারছে সুজান ।

ডিলানও একটু অপ্রস্তুত হয়ে পড়লো ! কি আর করা । নিচু হয়ে লাল গোলাপের বুকেটা বরফের স্তুপ থেকে তুলে আবার সুজানের হাতে দিলো সে । সুজানের চোখের কোণে যেন মেঘের বিচ্ছুরণ !

দেখেও না দেখার চেষ্টা করে ডিলান । এমন ভাব করে যেন কিছুই হয়নি । কিন্তু তারও মনটা একটু খারাপ হয়ে গেলো । শত গোলাপের বুকেটা এত অপূর্ব ছিলো। এখন মনে হচ্ছে যেন দুমড়ে গেছে । দুজনে চুপিসারে হাত ধরে হাঁটতে থাকে । গন্তব্য স্পেশাল বুক করা রেস্টুরেন্ট পরের গলিতেই !

সুজান ও ডিলান সারা রাস্তা হেঁটে চলে ধীরে ধীরে, একটাও কথা না বলে । এ এমনই সময় যখন মুখের চাইতে হাতের ভাষা অনেক বেশী প্রাণবন্ত, চোখের ভাষা অনেক বেশী প্রগলভ ! শব্দের চাইতে নৈ:শব্দতা অনেক বেশীই উচ্চকিত ! দুজনেই হাতে হাতে কথা বলে চলেছে, মাঝে মাঝে চোখেও । হাতের সেই ভাষায় পরম আশ্বাস, চোখের সেই বাণীতে পরম নির্ভরতা ।

এই চিত্রকল্প নিউইয়র্কের টাইমস স্কোয়ারের ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের সচিত্র প্রতিবেদনে । একটা অন্যরকম টান যেন এই দিনের জন্যে সুজান ডিলানের মত ছেলে মেয়েদের । ভালোবাসা দিবসে – ১৪ই ফেব্রুয়ারী, প্রতি বছরই । আমাদের দেশেও ক্রমশ: ছড়িয়ে পড়ছে এই সংস্কৃতি । দেখে অনেকে নাক সিঁটকোয় ।

আমার কিন্তু মনে হয় কোমরে চাপাতি নিয়ে ঘোরার চাইতে গোলাপ অনেক নিরীহ । ঘৃণার নগ্নতার চেয়ে ভালোবাসা অনেক বেশীই কাম্য । ভালোবাসাই তো- ! সংক্রামিত হোক না জনে জনে -! চাপাতিওয়ালাও যদি এই সংক্রমনের বিষয় হয় – মন্দ তো হয় না । ঘটনাচক্রে যদি চাপাতিওয়ালার হাতে চাপাতির জায়গায় লাল টকটকে গোলাপ উঠে পড়ে – তা কি অনেক বেশীই কল্যাণকর নয় ! অন্তত: কিছু নিরীহ মেধাবী প্রজন্ম বেঁচে যাবে । যেখানে সরকারই চাপাতিওয়ালার পিঠে নরোম হাত বুলিয়ে আশ্বাস দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ঘৃণার চেয়ে গোলাপের লাল, বিদ্বেষের চেয়ে ভালোবাসার মোহন পরশ না হয় ছড়িয়ে ছড়িয়েই পড়ুক ! মন্দ কি !!

সুজান ও ডিলান – তোমাদের কল্যাণ হোক । আমরণ সাথী হয়ে থাকো দুজনে – এই শুভকামনা । তোমাদের হাতের লাল গোলাপের লালিমা সাত সাগরের পাড়ে সোনার বাংলারও মাটি ছুঁয়ে দিক।

লেখক : স্বপন চক্রবর্ত্তী,রামু-কক্সবাজার (বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী)

Share this post

PinIt
scroll to top
error: কপি করা নিষেধ !!
bahis siteleri