কক্সবাংলা ডটকম(৩ জানুয়ারি) :: নিজেদের প্রিভেসি স্ট্যান্ডার্ডের বিষয়ে সব সময় আলোচনা করে Apple।
সেই সঙ্গে তা কীভাবে iPhone ইউজারদের রক্ষা করে, সেই বিষয় নিয়েও কথা বলে তারা।
কিন্তু নতুন একটি রিপোর্টে জানা যাচ্ছে যে, অ্যান্ড্রয়েড ডিভাইসের তুলনায় iOS-কে সহজেই নিশানা বানিয়ে ফেলছে হ্যাকাররা।
যার জেরে নিজেদের ডেটা বা তথ্য নিয়ে উদ্বেগে পড়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী।
Lookout-এর সিকিউরিটি অ্যানালিস্টদের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, iPhone-এর তুলনায় বেশি সংখ্যায় বিক্রি হয় Android।
ফলে হ্যাকাররা খুব সহজেই iPhone-এর অ্যাক্সেস পেয়ে যায়। যার জেরে উদ্বেগে ভুগছেন Apple ব্যবহারকারীরা।
iOS হ্যাকারদের নিশানায়, কিন্তু কেন?
Posted ১২:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta