কক্সবাংলা ডটকম(২৮ জানুয়ারি) :: ২ ফেব্রুয়ারি লঞ্চ করছে Poco M3। কেবলমাত্র Flipkart থেকেই এক্সক্লুসিভলি পাওয়া যাবে পোকো-র এই অসাধারণ স্মার্টফোন। ফোনটি যখন বিশ্বে লঞ্চ করেছিল, তখন এর বেস মডেলের দাম ছিল $149 (11,000 টাকা প্রায়) এবং $169 (12,500 টাকা প্রায়)। Poco M3 স্মার্টফোনের দাম ঠিক এমনই হতে চলেছে বলে সূত্রের খবর।
Poco M3 স্পেসিফিকেশনস – Poco M3 বাজেট স্মার্টফোনে রয়েছে 6.53 ইঞ্চির ফুল HD+ Dot Drop ডিসপ্লে। ফোনের স্ক্রিনে রয়েছে অত্যধুনিক প্রযুক্তির TÜV Rheinland® Low Blue Light সার্টিফিকেশন। এছাড়াও সূর্যের আলোয় ফোনের ডিসপ্লের ঠিকঠাক দর্শনের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে বিশেষ সানলাইট মোড।
প্রসেসর হিসেবে Poco M3 স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 662-সহ Adreno 610 GPU। ফোনে স্টোরেজ ভ্যারিয়্যান্টস হিসেবে মূলত দুটি অপশন থাকছে, 4GB/64GB এবং 4GB/128GB।
ক্যামেরার দিক থেকে ফোনটি অসাধারণ। Poco M3 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা অপশন রয়েছে, যার মূল সেন্সর 48MP। এছাড়াও রয়েছে একটি 2MP ম্যাক্রো লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর। ফোনে সেলফির জন্য অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8MP-র। Poco M3 স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন ফিচার রয়েছে।
তার মধ্যে অন্যতম হল ডকুমেন্ট মোড, লাইট মোড, AI সিন ডিটেকশন, Google লেন্স, AI বিউটিফাই, পোর্ট্রেইট মোড, মুভি ফ্রেম, পোর্ট্রেইট মোড ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাডজাস্টমেন্ট, প্যানোরমা, র মোড এবং আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার্স।
Poco M3 স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারি থাকছে যা, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Android 10 নির্ভরশীল Poco-র নিজস্ব MIUI 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে ফোনটি। এছাড়াও এই ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, AI ফেস আনলক, USB Type-C, ডুয়াল স্টিরিও স্পিকার্স। Poco M3 স্মার্টফোনটি মূলত তিনটি কালার অপশনে পাওয়া যাবে, Poco ইয়েলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
coxbangla.com | Chanchal Das Gupta