কক্সবাংলা ডটকম(২৪ জুন) :: সামনে এল বহুল চর্চিত ফোনটির বেশ কিছু ছবি৷ খুব শীঘ্রই মার্কেটে আসতে Xiaomi Redmi 6 Pro৷ ইয়াং-জেনারেসনের মধ্যে ফোনটি নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়ছে৷
সংস্থা মনে করছে, ২০১৮ তে বাজারে আসা নতুন ফোনগুলির মধ্যে এটি হতে চলেছে অন্যতম৷ চিনা মার্কেটে আত্মপ্রকাশ করতে চলেছে ফোনটি৷ একই সঙ্গে লঞ্চ করা হবে Mi Pad 4 ট্যাবলেট৷
Xiaomi ইউজারদের চাহিদা মেটাতে বাজারে এনেছে নিত্যনতুন সেটের সম্ভার৷ যার মধ্যে Redmi 6 সর্বপ্রথম পরিবর্তন এনেছে ডিসপ্লের ক্ষেত্রে৷ যা ওপো, ভিভোর মতো প্রতিদ্বন্দী সংস্থাগুলিকে চাপের মুখে ফেলেছে৷ ফোনটিতে থাকছে উচ্চমানের ক্যামেরা৷ মূলত ফিচারের কারণেই স্মার্টফোনটি স্থান করে নিয়েছে ইউজারদের পছন্দের তালিকায়৷
একটি অফিসিয়াল টিজারে সংস্থা পোস্ট করেছিল ফোনটির বেশ কিছু ছবি৷
ছবিতে ফোনটির রঙ দেখাচ্ছে রোজ-গোল্ড৷ ডিজাইন রয়েছে অনেকটা Redmi Note 5 Pro মতো৷ Xiaomi Redmi 6 Pro টিতে থাকছে উন্নত মানের আধুনিক ডিসপ্লের সুবিধা৷
এছাড়া, ১২ এবং ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকছে৷ সেলফি-প্রেমীদের জন্য থাকবে ৫ মেগাপিক্সেলের ফন্ট ক্যামেরাটি৷ ব্যাটারিও থাকছে যথেষ্ট ভাল মানের৷
Posted ৩:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ জুন ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta