কক্সবাংলা ডটকম(১১ জুলাই) :: উইম্বলডনের দ্বিতীয় সন্তাহের এই সোমবারকে বলা হচ্ছিল ‘ম্যানিক মনডে ’৷ শেষ ষোলোর ম্যাচ খেললেন প্রায় সব বড় তারকাই৷ এদিন দর্শকরা দেখল রাফায়েল নাদালের ছিটকে যাওয়া, তেমনি রজার ফেডেরারের রেকর্ডও৷এদিন ম্যারাথন ম্যাচে ফরাসি ওপেন জয়ী হেরে বসলেন লুক্সেমবার্গের জাইলস মুলারের কাছে৷
প্রথম দু’সেটে হেরে গিয়েছিলেন নাদাল৷ সেখান থেকে অবিশ্বাস্য ঘুরে দাঁড়ান৷ কিন্ত্ত পঞ্চম সেটে ১৩ -১৫ হেরে গেলেন নাদাল৷ ম্যাচের স্কোর ৩ -৬, ৪ -৬, ৬-৩ , ৬-৪ , ১৩ -১৫৷বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে জয় পেয়েছেন ফেডেরার৷ ম্যাচের ফল রজারের পক্ষে ৬-৪, ৬-২, ৬-৪৷
প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে প্রি-কোয়ার্টারেই স্বপ্নভঙ্গ হল স্প্যানিশ মহাতারকার৷ লুক্সেমবার্গের ১৬ নম্বর বাছাই মুলারের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে সোমবার নামতে গিয়ে হঠাৎই ছন্দপতন৷খেলতে নামার আগে তাঁর বরাবরের কুসংস্কার টানেলে লাফানো৷ সোমবার সেটাই করতে গিয়ে হঠাৎ দরজার ফ্রেমে মাথা ঠুকে যায় নাদালের৷ হাসতে হাসতে পরিস্থিতি সামলে নেন রাফা৷
এটাই হয়ত তাঁর ছন্দ পতনের লক্ষণ ছিল! ফরাসি ওপেন থেকে কোনও সেট না হারানো নাদাল সোমবার চোখের নিমেষে প্রথম দু’সেটে পিছিয়ে যান৷পরের দু’সেট জিতে ফিরে আসলেও পঞ্চম সেটে ফের তাঁকে চাপে ফেলে দেন মুলার৷রাফার সমস্যা হচ্ছিল ছ’ফুট তিন ইঞ্চি লম্বা প্রতিপক্ষের গোলার মতো ‘এস’ সামলাতে৷ গোটা ম্যাচে ৩০টা ‘এস’ মারেন মুলার৷তার জোরালো সার্ভের কাছেই এ’দিন হার মানেন নাদাল৷
এর আগে ২০০৫ উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে এই মুলারের কাছেই হার মানতে হয়েছিল তাঁকে৷তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রজার এদিন জিতলেন ‘বেবি রজার’ দিমিত্রভের বিরুদ্ধে৷সার্কিটে রজারের মতোই স্টাইলে খেলেন বুলগেরিয়ার এই তারকা৷ অবশ্য ম্যাচে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইতে ঘাসের কোর্টের বাদশার কাছে স্ট্রেট সেটে আত্মসমর্পন করেন তিনি৷এ’নিয়ে ১৫ নম্বর উইম্বলডনের কোয়ার্টারে সুইস মায়েস্ত্রো৷
Posted ১২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta