শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১৬ দল

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
2003 ভিউ
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১৬ দল

কক্সবাংলা ডটকম(১৩ ডিসেম্বর) :: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়েছে মঙ্গলবার ও বুধবার রাতে। চরম নাটকীয়তার পর নকআউট পর্বের ১৬ দলের শেষ ষোলো হয়েছে নিশ্চিত হয়েছে।

শেষ ষোলোর ড্র হবে আগামী ১৭ ডিসেম্বর, সুইজারল্যান্ডের লিয়নে। সেদিনই জানা যাবে, নকআউটে কে কার প্রতিপক্ষ হচ্ছে।

শেষ ষোলোর ড্র নির্ধারণে দুটি শর্ত আছে: কোনো দলই গ্রুপর্বে একই গ্রুপে খেলেছে এমন দলের মুখোমুখি হবে না এবং একই দেশের দুই ক্লাব একে অপরের বিরুদ্ধে খেলবে না।

শেষ ষোলোর ভাগ্য নির্ধারণে সময় একটি পাত্রে থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো এবং অন্য পাত্রে রানার্সআপ।

নকআউট এই পর্বের খেলা মোট চারটি তারিখে। প্রথম লেগ হবে ২০১৯’র ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ হবে মার্চের ৫, ৬, ১২ ও ১৩ তারিখে।

গ্রুপ ‘এ’ থেকে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডু।

গ্রুপ ‘বি’ থেকে বার্সেলোনা এবং টটেনহ্যাম।

গ্রুপ ‘সি’ থেকে পিএসজি এবং লিভারপুল

গ্রুপ ‘ডি’ থেকে পোর্ত গ্রুপ সেরা আর দ্বিতীয় শালকে।

গ্রুপ ‘ই’ থেকে বায়ার্ন মিউনিখ এবং আয়াক্সের শেষ ষোলো নিশ্চিত হয়েছে।

গ্রুপ ‘এফ’ থেকে ম্যানসিটি এবং লিঁও।

গ্রুপ ‘জি’ থেকে শীর্ষে রিয়ার মাদ্রিদ এবং দ্বিতীয় অবস্থানে রোমা।

গ্রুপ ‘এইচ’ শেষ শীর্ষ নিশ্চিত হয়েছে জুভেন্টাস এবং দ্বিতীয় ম্যানইউ’য়ের।

চ্যাম্পিয়ন্স লিগে অঘটনের দিন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডের গ্রুপ ম্যাচগুলির বেশিরভাগই অঘটন হিসাবেই চিহ্নিত হয়ে রইল৷ অবশ্য তার জন্য নক-আউটের হিসাবে খুব একটা গোলমাল হয়নি৷ প্রত্যাশিত দলগুলিই গ্রুপের বাধা টপকে প্রি-কোয়ার্টারে প্রবেশ করেছে৷

শেষ রাউন্ডের প্রথম দিনে বড় দলগুলিকে হতাশ হতে হয়নি৷ তবে দ্বিতীয় দিনে একাধিক ম্যাচে চমক দেখিয়েছে আন্ডারগডরা৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে হারের স্বাদ চাখিয়েছে সিএসকেএ মস্কো৷ রাশিয়ান দলটির ৩-০ গোলে জয় দিয়ে শুরু গ্রুপের শেষ দিনের অঘটন৷ পরে একইভাবে অঘটনের শিকার হতে হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসকে৷ যদিও রিয়াল, ম্যান ইউ ও জুভেন্তাস, তিনটি দলই নিরাপদে প্রি-কোয়ার্টারে জায়গা পাকা করেছে৷

স্যান্টিয়াগো বার্নাব্যুতে ফিওদোর শালোভ, জর্জি শেনিকোভ ও সিগার্ডসনের গোলে রিয়ালকে পরাস্ত করে মস্কো৷ পরে নিজেদের ঘরের মাঠে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারিয়ে দেল রেড ডেভিলদের৷ এক্ষেত্রে ম্যান ইউ নিজেরাই নিজেদের পরাজয়ের পথ প্রস্তুত করে বললে ভুল বলা হবে না৷ কেননা, ভ্যালেন্সিয়ার দু’টি গোলের মধ্যে একটি ম্যাঞ্চেস্টার তারকা ফিল জোনসের আত্মঘাতী৷

১৭ মিনিটে কার্লোস সোলের গোলে ১-০ এগিয়ে যায় ভ্যালেন্সিয়া৷ ৪৭ মিনিটে জোনসের আত্মঘাতী গোলে স্প্যানিশ দলটি ব্যবধান বাড়িয়ে ২-০ করে৷ ৮৭ মিনিটে রাশফোর্ডের গোলে ম্যাঞ্চেস্টার ব্যবধান কমিয়ে ২-১ করে৷

‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে বার্নে সুইস দল ইয়ং বয়েজের কাছে ম্যাঞ্চেস্টারের মতোই ২-১ গোলে হেরে বসে জুভেন্তাস৷ ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে সুইস দলটিকে ১-০ এগিয়ে দেন গুইলাউম হোয়ারাউ৷ ৬৮ মিনিটে হোয়ারাউই ইয়ং বয়েজের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন৷ ৮০ মিনিটে দিবালার গোলে স্কোরলাইন ২-১ করে জুভেন্তাস৷ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দিবালা দ্বিতীয়বার ইয়ং বয়েজের জালে বল জাড়ালেও রোনাল্ডো অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি৷

ক্লাব ফুটবলের তিন দৈত্য হারের মুখ দেখলেও ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় তুলে নেয় প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি৷ ১৬ মিনিটে ক্রামারিচের পেনাল্টি গোলে হফেনহেইম এগিয়ে যায়৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১) গোল করে ম্যাচে সমতা ফেরান লেরয়৷ ৬১ মিনিটে তাঁর ম্যান সিটির জয়সূচক গোলটিও করেন তিনি৷ অন্যদিয়ে আয়াক্সের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের ম্যাচ ৩-৩ গোলের ড্র’য়ে নিস্পত্তি হয়েছে৷স্কোরলাইন:
রিয়াল মাদ্রিদ-০, সিএসকেএ মস্কো-৩
ভ্যালেন্সিয়া-২, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-১
ইয়ং বয়েজ-২, জুভেন্তাস-১
ম্যাঞ্চেস্টার সিটি-২, হফেনহেইম-১
আয়াক্স-৩, বায়ার্ন মিউনিখ-৩

Qualified teams

Group Winners
(seeded in round of 16 draw)
Runners-up
(unseeded in round of 16 draw)
A Germany Borussia Dortmund Spain Atlético Madrid
B Spain Barcelona England Tottenham Hotspur
C France Paris Saint-Germain England Liverpool
D Portugal Porto Germany Schalke 04
E Germany Bayern Munich Netherlands Ajax
F England Manchester City France Lyon
G Spain Real Madrid Italy Roma
H Italy Juventus England Manchester United
2003 ভিউ

Posted ৪:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com